গ্রুপ পর্বের বাধা পেরিয়ে সবার আগে সুপার ফোরের টিকিট কেটেছিল আফগানিস্তান। শ্রীলঙ্কার পর বাংলাদেশকে তারা উড়িয়ে দেয়। এরপর বাংলাদেশ হেরে যায় লঙ্কানদের কাছে। সেখান থেকে শ্রীলঙ্কা নিশ্চিত করে শেষ চার।

তার আগে ভারতও হাতে নেয় সুপার ফোরে যাওয়ার ছাড়পত্র। চার নম্বর দল হিসেবে সেই খাতায় নাম তোলে পাকিস্তান। শুক্রবার শারজায় বাঁচা মরার লড়াইয়ে হংকংকে হারিয়ে নিজেদের পথটা পরিস্কার করে। শনিবার সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা খেলবে আফগানদের বিপক্ষে।

সর্বশেষ দুই দলের দেখায় লঙ্কানদের ৮ উইকেটে চূর্ণবিচূর্ণ করে আফগানিস্তান। ওই ম্যাচে আফগান বোলারদের তোপে ১০৫ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে আফগানিস্তান ২ উইকেট খুইয়ে ৫৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে। আজ আরেকবার তারা নামবে একে অপরের বিপক্ষে। 

শ্রীলঙ্কা চাইবে সদ্য বাজে হারের তিক্ততা ভুলতে। আর আফগানিস্তান চাইবে লঙ্কানদের দুর্বলতায় আঘাত হেনে আরো একবার তাদের নাকানি চুবানি খাওয়াতে।

সুপার ফোরে দারুণ ফেভারিট ভারত। যাত্রাতেই তাদের সঙ্গে দেখা হবে পাকিস্তানের। গ্রুপ পর্বেও বাবর-রিজওয়ানদের পরাজিত করে রোহিতরা। এবার সেই বৃত্ত থেকে বেরোতে চাইবে পাকিস্তান। তবে আজকের ম্যাচে লঙ্কানদের জন্য বড় হুমকি দুই আফগান স্পিনার মুজিব ও রশিদ। 

গ্রুপ পর্বে তাঁরা দু’জনই ধসিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার টপঅর্ডার। দারুণ ফর্মে থাকা এই দুই স্পিনার বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন। আজ আরেকটা পরীক্ষায় আফগানদের মূল অস্ত্র রশিদ ও মুজিব। সঙ্গে পেস আক্রমণে ভরসার নাম ফারুকি। সুপার ফোরের চার দলই একে অপরের মুখোমুখি হবে। প্রতি দল তিনটি করে ম্যাচ খেলবে। এরপর সেরা দুটি দল ১১ সেপ্টেম্বরের ফাইনালে লড়বে।