১২টি দলগত এবং ৩০টি জুটিতে ১৩২ জন খেলোয়াড়ের অংশগ্রহনে শুরু হয়েছে ম্যাক্স ইআরসি গুলজার মেমোরিয়াল ব্রিজ টুর্নামেন্ট। 

বৃহস্পতিবার ইআরসি কনফারেন্স হলে প্রতিযোগিতার উদ্বোধন করেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। 

এ সময় আইইবির সাধারন সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন শীবলু ও ব্রিজ ফেডারেশনের সাধারন সম্পাদক এমএ কুদ্দুস উপস্থিত ছিলেন।

পাঁচ দিনব্যাপী টুর্নামেন্টের খেলা ১-৩ এবং ৯-১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, ব্রিজ খেলাকে দেশব্যাপী সার্বজনিন করতে ঢাকা ইআরসিতে একটি রুম বরাদ্দ দেওয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তি

বিষয় : গুলজার ব্রিজ টুর্নামেন্ট গুলজার মেমোরিয়াল

মন্তব্য করুন