বাংলাদেশ জাতীয় দলের ব্যাটার লিটন দাস মনে করেন, ফ্র্যাঞ্চাইজি লিগে খেললে ক্রিকেটারদের দ্রুত উন্নতি হবে। যে সুযোগটা দেশের ক্রিকেটাররা পাচ্ছেন না। ওদিকে বিপিএলে বিদেশি তারকা ক্রিকেটার কমছে, এতে টুর্নামেন্টের মান কমছে। এভাবে বিপিএল চললে ধীরে ধীরে ডিপিএল হয়ে যাবে। লিটনের সাক্ষাৎকার নিয়েছেন সমকালের বিশেষ প্রতিবেদক সেকান্দার আলী। তৃতীয় পর্বের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হলো: 

সমকাল: লিটন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চান কিনা?

লিটন: একটা সময়ে এসে সবাই খেলতে চান। প্রতিটি খেলোয়াড়ের প্রথম স্বপ্ন থাকে জাতীয় দলে খেলা। অনূর্ধ্ব-১৯ দলের একজন ক্রিকেটার উত্তর দেবে, জাতীয় দলে খেলতে চাই। জাতীয় দলের পর চিন্তা হবে সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা। এজন্য বাংলাদেশ দলের প্রতিষ্ঠিত খেলোয়াড় হতে হবে। তবেই ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পড়বে। 

বাইরে অনেক ক্রিকেটার পাবেন, যাঁরা জাতীয় দলে খেলেননি কিন্তু বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ান। কারণ তাঁদের ওখানে অনেক ক্রিকেটার আছেন। ঘরোয়া ক্রিকেট অনেক উন্নত। আমার ক্ষেত্রে যেটা হয়, জাতীয় দলের খেলার কারণে বিদেশি লিগে খেলা সম্ভব হচ্ছে না। তবে জাতীয় দলের ফাঁকে ফাঁকে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারলে অনেক দূর এগিয়ে যাওয়া যাবে। 

কারণ, ফ্র্যাঞ্চাইজি লিগে ভিন্ন ভিন্ন দেশের নানা মানসিকতার মানুষ পাবেন। যেখান থেকে অনেক কিছু শেখার থাকে। যেটা আমাদের ড্রেসিংরুম থেকে সম্ভব না। কারণ এখানে আমরা নিজেরাই থাকি। আবার নতুন জায়গায় গেলে একা চলতে হয়। সবার সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে হয়। নতুন জায়গায় চলা শুরু করলে দেখবেন হাঁটাচলা, চিন্তা-ভাবনা অন্যরকম হয়ে যায়। সুযোগ থাকলে আমিও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চাইব।

সমকাল: এবার তো অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ একসঙ্গে হবে। বিপিএলে আন্তর্জাতিক ক্রিকেটার খুব একটা খেলবেন না। এতে কি ক্ষতি হয়ে গেল?

লিটন: ভালো মানের বিদেশি না থাকলে ঘুরেফিরে ডিপিএলের মতো হয়ে যাবে। সাদামাটা ক্রিকেটার বেরোবে। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত যে বিপিএল খেলেছি এর কারণেই বাংলাদেশ দল খুব ভালো রেজাল্ট করেছে দেশে-বিদেশে। আমরা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ জিতেছি। এগুলোর কিন্তু প্রভাব পড়ে। বিপিএল সাদামাটা হয়ে গেলে তেমন একটা লাভ হবে না।

হয়তোবা টুর্নামেন্ট নিয়মিত হবে, কিন্তু ক্রিকেটারদের উন্নতি কম হবে। আন্তর্জাতিক মানে থাকতে হলে বিপিএলে বড় ক্রিকেটার আনতে হবে। চারজন বিদেশি দলে থাকা আর না থাকা বিশাল একটা ব্যবধান তৈরি করে। বিপিএলে ভালো মানের বিদেশি ক্রিকেটার আনতে না পারলে আমাদের উন্নতি হবে না। 

লিটনের পূর্ণ সাক্ষাৎকার: তৃতীয় পর্ব: মিরপুরে ব্যাটিং করে আজ পর্যন্ত কোনো লাভ হয়নি

লিটনের সাক্ষাৎকার দ্বিতীয় পর্ব: উন্নতি করতে হলে সব সময় টাকার দিকে ঝুঁকতে পারবেন না

লিটনের সাক্ষাৎকার প্রথম পর্ব: 'যার যেমন সামর্থ্য সে সেটাই করবে'