- খেলা
- হায়দরাবাদের হেড কোচ হলেন লারা
হায়দরাবাদের হেড কোচ হলেন লারা

ব্রায়ান লারা। ছবি: ফাইল
টম মুডির অধীনে গত মৌসুমের আইপিএলে ভালো করতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। দশ দলের টুর্নামেন্ট শেষ করেছিল আটে থেকে। মুডিকে তাই হেড কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় হেড কোচ করা হয়েছে ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারাকে।
গত মৌসুমে হায়দরাবাদের টিম ম্যানেজমেন্টের অংশ ছিলেন লারা। হায়দরাবাদের সঙ্গে মুডি চাকরি ছাড়ার বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন। সম্প্রতি তিনি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্টারন্যাশনাল লিগ টি-২০’র ডেজার্ট ভাইপার ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন।
দায়িত্ব ছেড়ে মুডি বলেছেন, ‘তাদের সঙ্গে দারুণ এক যাত্রা ছিল। হায়দরাবাদের জন্য শুভ কামনা।’ ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে মুডিকে ধন্যবাদ দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘মুডির সঙ্গে আমাদের যাত্রা শেষ হচ্ছে, তিনি যা কিছু করেছেন তার জন্য ধন্যবাদ। দারুণ যাত্রা ছিল তার সঙ্গে। তাকে ভবিষ্যতের জন্য ধন্যবাদ।’
টম মুডি হায়দরাবাদের কোচ হিসেবে ২০১৩ থেকে ২০১৯ পর্যন্ত কাজ করেছেন। তার অধীনে চারবার প্লে অফ খেলেছে হায়দরাবাদ। ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয়েছে। এরপর ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো কোচ ট্রেভর বেলিস দায়িত্ব নেন দলটির। কিন্তু তিনি ভালো করতে না পারায় ২০২২ আসরে তাকে দায়িত্বে ফিরিয়ে আনা হয়।
মন্তব্য করুন