- খেলা
- লিজেন্ডস লিগে গম্ভীরের দলে মাশরাফি
লিজেন্ডস লিগে গম্ভীরের দলে মাশরাফি

মাশরাফি মর্তুজা। ছবি: ফাইল
সাবেক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত ভারতের লিজেন্ডস লিগে দল পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা। ড্রাফট থেকে গৌতম গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিটালস নিয়েছে তাকে।
লিজেন্ডস লিগে অংশ নেবে চারটি দল। ওই চার দলের ম্যাচগুলো ভারতের ভিন্ন ছয়টি শহরে অনুষ্ঠিত হবে। মাশরাফিদের প্রথম ম্যাচ হবে ১৬ সেপ্টেম্বর ইডেন্স গার্ডেনসে।
মূল আসর শুরুর আগে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওই ম্যাচে লড়বে ইন্ডিয়া মহারাজ ও ওয়ার্ল্ড জায়ান্টস। মাশরাফি প্রীতি ওই ম্যাচে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী সদ্য সাবেক ইয়ন মরগানের নেতৃত্বে খেলবেন ওয়ার্ল্ড জায়ান্টসের হয়ে।
গৌতম গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিটালস মোট ১৬ জনকে দলে ভিড়িয়েছে। তাদের মধ্যে আছেন রবি বোপারা, হ্যামিল্টন মাসাকাদজা, আসগর আফগান, মিশেল জনসনরা। আছেন জ্যাক ক্যালিস, পারভেজ মারুফ ও রস টেইলরের মতো ক্রিকেটার।
লিজেন্ডস লিগে অংশ নেবে গুজরাট লায়ন্স। দলটির নেতৃত্বে দেবেন ভারতের বিশ্বকাপ জয়ী বিরেন্দ্রর শেবাগ। মনিপাল টাইগার্সের দায়িত্ব নিয়েছেন হরভজন সিং। অন্য দল বিলওয়ারা কিংস। যার নেতৃত্ব দেবেন সাবেক ভারতীয় বাঁ-হাতি পেসার ইরফান পাঠান।
মন্তব্য করুন