ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা (উয়েফা) ২০২১-২২ মৌসুমে আর্থিক নায্যতা বিধান করতে না পারায় পিএসজি, জুভেন্টাস, এসি মিলান, মোনাকোসহ আট ক্লাবকে জরিমানা করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি জরিমানা খেয়েছে পিএসজি। 

উয়েফা পিএসজিকে ৬৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছে। এর মধ্যে ১০ মিলিয়ন ইউরো তাদের অবশ্যই দিতে বলা হয়েছে। কিছু শর্তে দেওয়া হয়েছে প্যারিসের ক্লাবটির। সেগুলো পূরণ করতে পারলে বাকি জরিমানার হাত থেকে বেঁচে যাবে ক্লাবটি।

রোমাকে ৩৫ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। এর মধ্যে ৫ মিলিয়ন ইউরো উয়েফার ফান্ডে জমা দিতে বলা হয়েছে। ইন্টার মিলানকে ২৬ মিলিয়ন ইউরো জরিমানা করে ৪ মিলিয়ন ইউরো শোধ করতে বলা হয়েছে। জুভেন্টাস জরিমানা খেয়েছে ২৩ মিলিয়ন ইউরো। এর মধ্যে ৩.৫ মিলিয়ন পরিশোধ যোগ্য। 

এসি মিলান ১৫ মিলিয়ন ইউরো জরিমানা খেয়েছে। তাদের ২ মিলিয়ন ইউরো উয়েফাকে দিতে বলা হয়েছে। বেসিকটাস জরিমানা খেয়েছে ৪ মিলিয়ন ইউরো। মোনাকো ও মার্সেই ২ মিলিয়ন ইউরো করে জরিমানা খেয়েছে। তবে রিয়াল মাদ্রিদ, ম্যানইউ, লিভারপুল, বায়ার্নের মতো ক্লাব কোন নোটিশ খায়নি। 

তবে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, বরুশিয়া ডর্টমুন্ডসহ ১৯ ক্লাব আয়-ব্যয়ের নিয়ম ভাঙার খুব কাছে ছিল। কিন্তু করোনা ইর্মাজেন্সির জন্য তাদের সাধারণ ক্ষমা দেওয়া হয়েছে। 

ওই ১৯ ক্লাব হলো- বার্সেলোনা, এফসি বাসেল, চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড, ফেনারবেস, ফায়েনর্ড, ল্যাজিও, লেস্টার সিটি, লিঁও, ম্যানচেস্টার সিটি, নাপোলি, রেঞ্জার্স, রিয়াল বেটিস, রয়েল এন্টির‌্যাপ, সেভিয়া, রাবজোনসপর, ইউনিয়ন বার্লিন, উলভসবার্গ, ওয়েস্ট হ্যাম।