একদিকে পার্ক দেস প্রিন্সেস ভরা দর্শক, অন্যদিকে পিএসজির ত্রিফলা মেসি-নেইমার-এমবাপ্পে। জুভেন্টাস একটু কোণঠাসা হয়েই শুরু করেছিল। সুযোগ নিতে দেরি করেনি স্বাগতিকরা।

প্রথমার্ধে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর জুভরা আক্রমণের ধার বাড়ালেও পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি। পিএসজির কাছে হেরেছে ২-১ গোলে।

ম্যাচে কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করে ওল্ড লেডিরা। পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার দারুণ এক চিপে বল পাঠান ফ্রান্সম্যান এমবাপ্পেকে। নিঁখুত দক্ষতায় জালে বল পাঠান তিনি।

ম্যাচের ২২ মিনিটে লিড ২-০ করেন এমবাপ্পে। এবারও বল যায় নেইমারের পা থেকে। পিএসজির নাম্বার দেন পায়ের জাদুতে বল পাঠান আশরাফ হাকিমিকে। সেটা আলতো টাচে এমবাপ্পেকে দেন তিনি। ওয়ান টাচে জালে বল পাঠিয়ে দেন ফ্রান্স তারকা।

ম্যাচের ৫৩ মিনিটে ম্যাককেনি এক গোল শোধ করেন। ম্যাচে গোল হওয়ার মতো তিনটি শট ফেরান ইতালির পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। কিন্তু কর্নার থেকে আসা ক্রস থেকে ম্যাকের হেড ফেরাতে পারেননি তিনি।