- খেলা
- চ্যাম্পিয়ন্স লিগেও অপ্রতিরোধ্য হ্যালন্ড, উড়ে গেল সেভিয়া
চ্যাম্পিয়ন্স লিগেও অপ্রতিরোধ্য হ্যালন্ড, উড়ে গেল সেভিয়া

চ্যাম্পিয়ন্স লিগেও গোলের ধারায় হ্যালন্ড। ছবি: টুইটার
ম্যানচেস্টার সিটির হয়ে লিগের দ্বিতীয় ম্যাচে মাত্র নয়টি বল পেয়েছিলেন আর্লিং হ্যালন্ড। বরুশিয়া ডর্টমুন্ডে গোলের বন্যা বইয়ে দেওয়া স্ট্রাইকারকে নিয়ে তাই প্রশ্ন উঠেছিল। লিগে ছয় ম্যাচে ১০ গোল করে এরই মধ্যে জবাব দিয়েছেন তিনি।
এবার সিটিজেনদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শুরুতে করলেন জোড়া গোল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অপ্রতিরোধ্য হ্যালন্ড এবং ফোডেন-দিয়াজের গোলে লা লিগার ক্লাব সেভিয়ার বিপক্ষে ৪-০ গোলে জিতেছে ম্যানসিটি।
সেভিয়ার রামোন সানচেজ স্টেডিয়ামে ম্যাচের ২০ মিনিটে লিড নেয় পেপ গার্দিওয়ালার দল। কেভিন ডি ব্রুইনির বল ধরে গোল করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার হ্যালন্ড। প্রথমার্ধের বাকি সময়টা ম্যানসিটিকে আটকে রাখে হুলেন লোপেতেগুই-এর দল।
দ্বিতীয়ার্ধে সেভিয়ার ওপর রীতিমতো ঝাপিয়ে পড়ে পেপ গার্দিওয়ালার দল। ম্যাচের ৫৮ মিনিটে জোয়াও ক্যানসেলের পাস ধরে জালে বল পাঠিয়ে দেন ফিল ফোডেন। ওই ধাক্কা সামলে ওঠার আগে লিড ৩-০ করেন হ্যালন্ড। ৬৭ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় এবং সিটিজেনদের হয়ে ৭ ম্যাচে ১২ গোল পূর্ণ করেন।
এরপর রক্ষণ দেয়াল তুলে খেলতে থাকে ম্যাচ ম্যানসিটির গোলে মাত্র একটি শট নেওয়া সেভিয়া। কিন্তু শেষ পর্যন্ত জাল আগলে রাখতে পারেননি সেভিয়া গোলরক্ষক। ক্যানসেলোর ক্রসে যোগ করা সময়ে দলের চতুর্থ গোলটি করেন ডিফেন্ডার রুবেন দিয়াজ।
মন্তব্য করুন