জাতীয় দলের চোটাক্রান্ত ক্রিকেটাররা মাঠে ফিরতে শুরু করেছেন। হ্যামস্ট্রিংয়ের চোটমুক্ত হয়ে লিটন কুমার দাস ফিটনেস নিয়ে কাজ করছেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের নিয়মিত মুখ তিনি। নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ এবং টি২০ বিশ্বকাপের জন্য নিজেকে ভালোভাবে ফিট করেই দলে যোগ দিতে চান লিটন।

কোমরের ব্যথা সেরে যাওয়ায় পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন মিডলঅর্ডার এ ব্যাটার ইয়াসির আলী রাব্বি। আজ তাঁর ফিটনেস টেস্ট হবে মিরপুরে।

নুরুল হাসান সোহানের আঙুলের ব্যান্ডেজ খুলে দেওয়া হয়েছে। বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন বলেন, 'সোহানের পিন খুলে দেওয়ার পর সফট বলে কিপিং করছে। এক-দুই দিন গেলে হয়তো ব্যাট হাতে নিতে পারবে।'

লিটন আর সোহান দু'জনেই জিম্বাবুয়ে গিয়ে চোটে পড়েন। ব্যাটিং করার সময় লিটনের হ্যামস্ট্রিংয়ের পেশিতে টান পড়ে। কিপিং করার সময় বাঁ-হাতের তর্জনীতে চোট পান সোহান।

উইকেটরক্ষক এ ব্যাটারের আঙুলের জোড়ায় চিড় থাকায় অস্ত্রোপচার করাতে হয়। পেসার হাসান মাহমুদের চোটাক্রান্ত গোড়ালিতে ইনজেকশন দেওয়ার পর উন্নতি আছে। দুই-এক দিনের মধ্যেই ব্যান্ডেজ খোলা হবে বলে জানান হাসান।