- খেলা
- টিম বাসের সামনে অর্শদীপকে ‘গাদ্দার’ বলে কটূক্তি
টিম বাসের সামনে অর্শদীপকে ‘গাদ্দার’ বলে কটূক্তি

ভারতীয় বাঁ-হাতি পেসার অর্শদীপ সিং। ছবি: ফাইল
ছোট্ট আন্তর্জাতিক ক্যারিয়ার অর্শদ্বীপ সিংয়ের। বয়স মাত্র ২৩। এরই মধ্যে ভারতীয় বাঁ-হাতি পেসার মুদ্রার উল্টো পিঠ দেখে ফেলেছেন। এশিয়া কাপের সুপার ফোরে ভারত দুই ম্যাচেই হেরেছে।
আসর থেকে বিদায়ের খুব কাছে চলে গেছে। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে টস বিপক্ষে যায় ভারতের। পরে বোলিং করতে হয়। দুই ম্যাচেই শেষ ওভারে বোলিং করেছেন অর্শদীপ। রান আটকাতে পারেননি তিনি। ৪ ওভারই খরুচে ছিলেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে হারের পর তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করা হয়। নানানভাবে কটূক্তি করা হয়। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর সরাসরি কটূক্তি করা হয়েছে অর্শদীপকে। ভারতীয় টিম বাসের সামনে তাকে ‘গাদ্দার’ বলে গালি দেন সংযুক্ত আরব আমিরাতে থাকা এক ভক্ত।
টিম বাসের গেটে উঠেই যেন অর্শদীপ একটু ধাক্কা খান। ওমন মন্তব্য শুনে দাঁড়িয়ে যান তিনি। এরপর উঠে পড়েন বাসে। ওই ঘটনা স্বাভাবিকভাবে নেননি ঘটনাস্থলে থাকা এক ভারতীয় ক্রীড়া সাংবাদিক।
তিনি ওই ভক্তের কাছে ওমন মন্তব্য করার কারণ জানতে চান। ওই সাংবাদিকের সঙ্গে যোগ দেন আরও এক সাংবাদিক। তাদের প্রশ্নের মুখে চুপ হয়ে যান ওই ভক্ত। পরে ঘটনাস্থলে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীকে হস্তক্ষেপ কামনা করলে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
মন্তব্য করুন