গত চার বছরের মধ্যে তিনবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে লিভারপুল। কিন্তু এই তিনবারের মধ্যে ইয়ুর্গেন ক্লপের দল মাত্র একবার ট্রফি ঘরে তুলতে পেরেছে। গত মৌসুমে প্যারিসের ফাইনালে তারা রিয়াল মাদ্রিদের কাছে হেরেছে। আরও একটি ফাইনালের মিশন নিয়ে আজ থেকে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করছে লিভারপুল। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ গ্রুপের অন্যতম শক্তিশালী দল ন্যাপোলি।

আরেক ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করছে বায়ার্ন মিউনিখ। সে তুলনায় আজ সহজ প্রতিপক্ষের মোকাবিলা করবে বার্সেলোনা। কাতালানরা আজ ভিক্টোরিয়া প্লাজেনের মুখোমুখি হবে।

চলতি মৌসুমে খুব একটা ছন্দে নেই লিভারপুল। প্রিমিয়ার লিগে ছয় ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করে ৭ নম্বরে আছে তারা। তাদের তারকা ফরোয়ার্ড লাইন জ্বলে উঠতে পারছে না। সাদিও মানে দল ছাড়ায় কিছুটা ছন্নছাড়া অবস্থা তাদের। মোহামেদ সালাহ পুরোপুরি ছন্দে নেই। নতুন যোগ দেওয়া ডারউইন নুনেজ তো মাথা গরম করে প্রতিপক্ষকে গুঁতো দিয়ে তিন ম্যাচ নিষিদ্ধ ছিলেন।

দিয়াগো জোতা চোটে ছিলেন। ফর্মে আছেন কেবল রবার্তো ফিরমিনো। তাদের বেশ ক'জন মিডফিল্ডারও চোটে আছেন। এর মধ্যে থিয়াগো সুস্থ হয়ে ওঠায় ক্লপের চিন্তা কিছুটা কমেছে। আজ ন্যাপোলির মাঠে 'স্তাদিও দিয়াগো আরমান্দো ম্যারাডোনা'য় অলরেডদের ফরোয়ার্ড লাইনের ছন্দের ওপরই নির্ভর করছে সবকিছু। অবশ্য সিরি 'এ'তে বেশ দাপট দেখাচ্ছে ন্যাপোলি। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে তারা। দুই বছর আগেও এ দুই দল একই গ্রুপে পড়েছিল। তখন কিন্তু একবারও ন্যাপোলির মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারেনি তারা। এবার কি সে ধারা ভাঙতে পারবে লিভারপুল!

চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার আরেক দাবিদার বায়ার্ন মিউনিখের সময়টাও ভালো যাচ্ছে না। বুন্দেসলিগায় এখনও কোনো ম্যাচ না হারলেও দুটি ম্যাচ ড্র করে তৃতীয় স্থানে রয়েছে তারা। তবে বায়ার্ন বস ন্যাগলেশমানের বিশ্বাস, ঠিকই ঘুরে দাঁড়াবে তার দল। সেটা চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে শুরু হবে বলেও মনে করছেন তিনি।

ছয়বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের শিবির ছেড়েছেন রবার্ট লেভানডস্কি। তাঁর অভাব পূরণ করতে লিভারপুল থেকে সাদিও মানেকে উড়িয়ে এনেছে তারা। মানে ভালো খেলছেনও, কিন্তু লেভার মতো গোলের বন্যা বইয়ে দিতে পারছেন না। লেভা কিন্তু বার্সায় গিয়ে ঠিকই গোল করা অব্যাহত রেখেছেন। ক্যাম্প নূ্যতে
আজ হয়তো চেক রিপাবলিকের ক্লাব ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষেও ঝড় তুলবেন পোলিশ এ স্ট্রাইকার।