আইসিসির ব্যাটিং র‌্যাংকিংয়ে লড়াইটা এখন পাকিস্তানের ক্রিকেটারদের নিজেদের মধ্যে। দীর্ঘদিন টি-২০ র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখলে রেখেছিলেন বাবর আজম। এবার তার ওপেনিং সঙ্গী মোহাম্মদ রিজওয়ান তা দখলে নিলেন। 

আইসিসি বুধবার সর্বশেষ খেলোয়াড় র‌্যাংকিং আপডেট করেছে। সেখানে গ্রুপ পর্বে হংকং ও সুপার ফোরে ভারতের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করা রিজওয়ান টি-২০ ফরম্যাটে শীর্ষে উঠেছেন। তার পয়েন্ট ৮১৫। বাবর আজম ৭৯৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন। 

টি-২০ ব্যাটিং র‌্যাংকিংয়ে দুইয়ে উঠেছিলেন ভারতের সূর্যকুমার যাদব। তিনি চারে নেমে গেছেন। শ্রীলঙ্কার পাথুন নিশাঙ্কা একধাপ এগিয়ে আটে উঠেছেন। এর আগে ওয়ানডে র‌্যাংকিংয়ে বাবর আজম ও ইমাম উল হকের লড়াই শুরু হয়েছিল। বাবর শীর্ষস্থান ধরে রেখেছেন। তবে দুইয়ে ওঠা ইমাম আবার চারে নেমে গেছেন।