- খেলা
- মুশির অবসর ভেঙে ফেরার দাবিতে ভক্তদের অনশন
মুশির অবসর ভেঙে ফেরার দাবিতে ভক্তদের অনশন

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুশফিকের ভক্তদের অনশন।
টি-২০ ফরম্যাট থেকে অবসর নিয়েছেন দেশের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। তার অবসর ভেঙে আন্তর্জাতিক টি-২০তে ফেরার দাবিতে টানা দ্বিতীয় দিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের দুই নম্বর গেটে প্রতীকি অনশন করেছেন তার ভক্তরা।
তারা চান, মুশফিক আবার টি-২০ ফরম্যাটে ফিরুক। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে অংশ নিক এবং মাঠ থেকে বিদায় নিক। মুশফিকের ভক্ত সাজেদুর রহমান এবং অন্য ক’জন ভক্ত মিলে এই অনশন করেছেন।
মুশফিক অভিমানে টি-২০ ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন বলে মনে করছেন ওই ভক্ত। তার প্রশ্ন, দীর্ঘদিন জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলা মুশির মতো একজন কিংবদন্তি ক্রিকেটার ফেসবুকে ঘোষণা দিয়ে কেন অবসর নেবেন।
মুশফিকের অন্য ভক্তদের নিয়ে অনশনে বসা সাজেদুর একজন ব্যবসায়ী। তিনিও ক্রিকেট খেলতেন। ক্রিকেট এই ভক্ত জানান, শুধু মুশফিক নয় তিনি তামিম-মাশরাফিরও ভক্ত। মাশরাফি ক্রিকেট থেকে অবসর না নিয়েই খেলা ছেড়েছেন। তামিম সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে টি-২০ ছেড়েছেন। মুশফিকও একই পথে হেঁটেছেন। এটা দেশের ক্রিকেটের জন্য ভালো নয়।
মন্তব্য করুন