- খেলা
- ফাইনালে যেতে ১৩০ দরকার পাকিস্তানের
ফাইনালে যেতে ১৩০ দরকার পাকিস্তানের

আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরে পাকিস্তানের মাচটি হিসাব-নিকাশ চুকিয়ে দেওয়ার। পাকিস্তানের ফাইনালে নিশ্চিত করার। অন্য দিকে আফগানিস্তান ও ভারতের হাতে বাড়ির টিকিট ধরিয়ে দেওয়ার। গুরুত্বপূর্ণ ওই ম্যাচে ৬ উইকেটে ১২৯ রানে আটকে গেছে আফগানিস্তান।
আরব আমিরাতের এশিয়া কাপে টস জয় মানে ম্যাচ জয়। ওই টস ভাগ্য পক্ষে আসেনি আফগানদের। ব্যাট করতে নেমে ভালো শুরু পায় তারা। ৩.৫ ওভারে ৩৬ রানে হারায় প্রথম উইকেট।
এরপর নিয়মিত উইকেট হারায় তারা। একশ’র আগে পাঁচটি এবং একশ’র পরেই হারায় ছয় উইকেট। আফগানদের হয়ে দুই ওপেনার রহমানুল্লাহ ও জাজাই যথাক্রমে ১৭ ও ২১ রান করেন। তিনে নামা ইব্রাহিম ৩৫ রানের ইনিংস খেলেন। শেষে রশিদ খান করেন ১৮ রান।
পাকিস্তানের হয়ে বল হাতে পেসার নাসিম শাহ ৪ ওভারে ১৭ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। হ্যারিস রউফ ৪ ওভারে ২৩ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন। মোহাম্মদ নওয়াজ তার ৪ ওভারে ২৩ রান খরচায় নিয়েছেন একটি উইকেট। এছাড়া হাসনাইন ও শাদাব খান একটি করে উইকেট পেয়েছেন।
মন্তব্য করুন