এশিয়া কাপের সেরা ম্যাচ উপহার দিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। মাত্র ১২৯ রান তাড়া করতে নেমে শেষ ওভারে গিয়ে ১ উইকেটে জিতেছে পাকিস্তান। ওই ম্যাচের উত্তাপ গ্যালারিতে ছড়িয়েছে। সাবেক-বর্তমান খেলোয়াড়দের মধ্যেও লেগেছে। 

এর মধ্যে কিংবদন্তি পাকিস্তান পেসার শোয়েব আখতার টুইট করে আফগানিস্তান ভক্ত ও ক্রিকেটারদের এক হাত নিয়েছেন। তিনি আফগান ভক্তদের মারামারিও ভিডিও দিয়ে লিখেছেন, ‘দেখুন, এইটা হলো আফগান ভক্তদের কাজ। এটা তারা আগেও করেছে। এটা একটা খেলা, এটা খেলার মতো করেই খেলা উচিত।’ 

এরপর শোয়েব আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিক স্টানিকজাইকে মেনশন করে লিখেছেন, ‘শফিক, আপনারা যদি ক্রিকেটে উন্নতি করতে চান তাহলে আপনাদের দর্শক এবং ক্রিকেটারদের কিছু বিষয় শিখতে হবে।’ 

ছেড়ে কথা বলেননি এসিবি সিইও। তিনি একটা বিচ্ছিন্ন ঘটনাকে জাতীয় ইস্যু না বানানোর পরামর্শ দিয়েছেন সাবেক পাকিস্তানের গতি তারকাকে। শফিক টুইটে লিখেছেন, ‘আপনি ভক্তদের আবেগ আটকাতে পারবেন না। বিশ্ব ক্রিকেটে এমন ঘটনা অনেকবারই ঘটেছে। আপনি বরং করিব খান, ইনজি ভাই, রশিদ লতিফকে জিজ্ঞেস করুণ তাদের আমরা কোন নজরে দেখি। আর আপনাকে একটা পরামর্শ দেই, নেক্সট টাইম বাত কো নেশনস পে মাত লেনা (পরবর্তীতে জাতি টেনে কথা বলবেন না)।’

ম্যাচের ১৯তম ওভারে আসিফ আলীকে আউট করে স্লেজিং করে উদযাপন করেন আফগান পেসার ফরিদ আহমেদ। আসিফ তার দিকে তেড়ে গিয়ে তাকে ধাক্কা দেন এবং ব্যাট উচিয়ে মারতে উদ্যত হন। ওই ঘটনায় সাবেক আফগান অধিনায়ক গুলবাদিন নাঈব লিখেছেন, ‘নির্বুদ্ধিতা চরম পর্যায়ে গেলে যা হয়। আসিফকে আসরের পরবর্তী ম্যাচ থেকে বহিষ্কার করা উচিত। যেকোন বোলার উইকেট নিয়ে উদযাপন করতে পারেন, সেজন্য শারীরিক লড়াই তো গ্রহণযোগ্য নয়।’