ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ব্রেস্টের বিপক্ষ কষ্টের জয় পেয়েছে পিএসজি। প্রথমার্ধে গোল করেছেন নেইমার জুনিয়র। দ্বিতীয়ার্ধে পেনাল্টি ফিরিয়ে দলকে জয় এনে দেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। 

ম্যাচের ২৭ মিনিটে লাল কার্ড দেখেন ব্রেস্টের হেরেইরা। কিন্তু নেইমার অফ সাইড হওয়ায় ওই কার্ড বাতিল হয়। এরপর ৩০ মিনিটে গোল করেন দারুণ ছন্দে থাকা ব্রাজিলিয়ান তারকা নেইমার। তাকে পাস দেন লিওনেল মেসি। বাঁ-পায়ের জোরালো শটে গোল করেন পিএসজির নাম্বার টেন।

প্রথমার্ধে মাঝমাঠ থেকে পাঠানো বল দৌড়ে ধরে জোরালো শটে জালে পাঠান কিলিয়ান এমবাপ্পে। কিন্তু অফসাইডে বাতিল হয় ওই গোল। এরপর দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় ব্রেস্ট। কিন্তু সিলিমানি গোল করতে পারেননি। তাকে হতাশ করেন গোলরক্ষক দোনারুমা।