- খেলা
- আফগানদের বিশ্বকাপ দলে চার চমক
আফগানদের বিশ্বকাপ দলে চার চমক

ছবি: ফাইল
মোহাম্মদ নবীকে অধিনায়ক করে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ার পেস-বাউন্সি উইকেটের কথা মাথায় রেখে ১৫ জনের দলে পাঁচজন পেসার রেখেছে আফগানরা।
যেখানে চমক হয়ে এসেছে ২০ বছর বয়সী গতিময় পেসার মোহাম্মদ সালিম সাফির নাম। তিনি জাতীয় দলের হয়ে কোন ম্যাচ খেলেননি। ঘরোয়া টি-২০ খেলেছেন মাত্র ১২টি। আফগানদের দলে স্পিন বিভাগে আছেন মোহাম্মদ নবী, রশিদ খান ও মুজিব উর। এরপরও লেগ স্পিন অলরাউন্ডার কাইস আহমেদকে রাখা হয়েছে।
মিডল অর্ডার ব্যাটার ডারউইস রাসুলি ডাক পেয়েছেন অক্টোবরে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের দলে। এছাড়া ওপেনার উসমান ঘানিকে নেওয়া হয়েছে। আফগানদের এশিয়া কাপের দলে ছিলেন সামিউল্লাহ সেনওয়ারি। সিনিয়র এই ক্রিকেটারকে কোন ম্যাচ না খেলিয়েই বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হয়েছে।
এছাড়া ওয়ানডে অধিনায়ক হাসমতউল্লাহ শাহেদি দল থেকে বাদ পড়েছেন। রাখা হয়নি পেস অলরাউন্ডার করিম জানাতকেও। দল নিয়ে নির্বাচকরা বলেছেন, এশিয়া কাপ ছিল বিশ্বকাপের আগে দল দেখে নেওয়ার সুযোগ। রাসুলি ইনজুরি থেকে ফিরেছেন। ভালো ফর্মেও আছে। সেজন্য তাকে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার কন্ডিশন বিবেচনা করে দলে নেওয়া হয়েছে সালিম শফিকে।
আফগানিস্তানের বিশ্বকাপ দল: মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, আজমতুল্লাহ ওমরজাই, ডারউইস রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হযরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিব উর রহমান, নবিন উল হক, কাইম আহমেদ, রশিদ খান, সালিম সাফি, উসমান ঘানি।
মন্তব্য করুন