- খেলা
- ভারতের রঞ্জি দলের সঙ্গে সিরিজের চেষ্টা বিসিবির
ভারতের রঞ্জি দলের সঙ্গে সিরিজের চেষ্টা বিসিবির
-samakal-6327f6bb649f3.jpg)
ভারতের বিপক্ষে হোম সিরিজের আগে 'এ' দলের হয়ে ম্যাচ খেলতে চান ক্রিকেটাররা। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সিরিজ স্থগিত করায় তাই বিকল্প খুঁজতে হচ্ছে বিসিবিকে।
পাকিস্তান বা শ্রীলঙ্কা এ মুহূর্তে 'এ' দলের সিরিজ আয়োজন করতে পারবে না। ভারত 'এ' দলের বিপক্ষেও খেলার সুযোগ নেই। বিকল্প পথ খোলা রয়েছে, ভারতের রঞ্জি ট্রফির দলের সঙ্গে দুটি চার দিনের ম্যাচ খেলার চেষ্টা করা। সেটাই করছে বিসিবি।
একজন বোর্ড কর্মকর্তা জানান, চেন্নাই ও কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে দেশটির ঘরোয়া ক্রিকেট। ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফির টি২০ টুর্নামেন্ট। টি২০-এর পর ওয়ানডে এবং প্রথম শ্রেণির ম্যাচ খেলবে তারা।
বিসিবি চেষ্টা করছে, অক্টোবর-নভেম্বরে একটি স্লট নিতে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সহায়তা পেলে রঞ্জি দলের বিপক্ষে একটি সিরিজ খেলার সুযোগ পেতেও পারে বাংলাদেশ 'এ' দল।
মন্তব্য করুন