ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গারো পাহাড়ের পাদদেশ কলসিন্দুরের আট ফুটবলার সাফ চ্যাম্পিয়ন হয়েছেন। তাদের পরিবারকে ফুল দিয়ে ও মিষ্টি খাইয়ে বরণ করেছে জেলা প্রশাসন। আট ফুটবলারের পরিবারকে ৫০ হাজার করে মোট চার লাখ টাকা অনুদানও দেওয়া হয়েছে। 

বুধবার কলসিন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা হয়। ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন প্রথমে সানজিদার বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের হাতে ফুলের তোড়া ও নগদ অর্থ তুলে দেন । 

পরে কলসিন্দুর বিদ্যালয় মাঠে মারিয়া মান্ডা, তহুরা খাতুন, শামছুন্নাহার (সিনিয়র), শামসুন্নাহার জুনিয়র, শিউলি আজিম, মার্জিয়া আক্তার, সাজেদা আক্তারের পরিবারের সদস্যদের হাতে ফুল ও ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। 

এ সময় সানজিদার বাবা লিয়াকত আলী বলেন, মেয়ের অর্জনের জন্য তার বাড়িতে প্রশাসনের লোক এসেছেন। মেয়ের কারণে আজ তারা গর্বিত। মার্জিয়ার ভাই রাশিদুল বলেন, আমরা গরিব মানুষ। বোনের কৃতিত্বের জন্য বাবা-মা পুরস্কৃত হয়েছে। এটি দেখাও গর্বের।   

অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, মেয়েরা ইতিহাস গড়ে বাংলাদেশকে সম্মানিত করেছে। এজন্য আমরা আনন্দিত ও গর্বিত। এই আনন্দ ভাগাভাগি করতে আমরা কলসিন্দুর এসেছি। নারী ফুটবলারদের পথ মসৃণ করতে প্রশাসন পাশে থাকবে। 

আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, ভাইস চেয়ারম্যান আবুল ফজল, সেলিমা খাতুন, অফিসার ইনচার্জ টিপু সুলতান, কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন মিয়া, কোচ জুয়েল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।