- খেলা
- কম্বোডিয়ার বিপক্ষে জামালদের প্রেরণায় সাবিনারা
কম্বোডিয়ার বিপক্ষে জামালদের প্রেরণায় সাবিনারা

ছবি: বাফুফে
নেপালে নারী সাফে শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসছে পুরো দেশ। বুধবার সাবিনা খাতুনদের দেওয়া হয়েছে বীরোচিত সংবর্ধনা। হিমালয়ের দেশে মেয়েদের ট্রফি জয়ে অনেকেই ভুলে গেছেন কম্বোডিয়ায় প্রীতি ম্যাচ আছে জামাল ভূঁইয়াদের।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় নমপেনে স্বাগতিক কম্বোডিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হবে হ্যাভিয়ের ক্যাবরেরার দল। সাবিনাদের সাফল্যকে প্রেরণা হিসেবে নিয়ে এই ম্যাচে মাঠে নামছে লাল সবুজের দলটি।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৯২) চেয়ে ১৮ ধাপ এগিয়ে কম্বোডিয়া (১৭৪)। তবে অতীতে চারবারের লড়াইয়ে দলটির কাছে কখনোই হারেনি বাংলাদেশ। তিন জয়ের সঙ্গে একটিতে ড্র করেছিল তারা। ২০১৯ সালের ৯ মার্চ এই নমপেনে প্রীতি ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১-০ গোলে।
মন্তব্য করুন