- খেলা
- ব্রাজিলের অনুশীলনে চোট পেলেন নেইমার
ব্রাজিলের অনুশীলনে চোট পেলেন নেইমার

ছবি: টুইটার
ব্রাজিল জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে অনুশীলনের সময় হাঁটুয় চোট পেয়েছেন নেইমার জুনিয়র। হাঁটুর চোট নিয়ে তিনি মাঠে লুটিয়ে পড়েন। পরে ব্রাজিল দলের মেডিকেল টিম তার অবস্থা পর্যবেক্ষণ করতে ছুটে আসেন।
হাঁটুর ওই ব্যথা নিয়ে কয়েক মিনিট তিনি মাঠে ওভাবেই পড়ে ছিলেন। মেডিকেল টিম তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে সুস্থ হয়ে ওঠেন। এরপর দলের সঙ্গে বাকি অনুশীলন শেষ করেন নেইমার জুনিয়র।
কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপের আগে ফ্রান্সে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় সেলেকাওরা ঘানার মুখোমুখি হবে। এরপর ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় তিউনেশিয়ার বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
Neymar in Brazil Training ????????pic.twitter.com/cek7RadFFt
— ???????????????????????? (@PSGINT_) September 21, 2022
হাঁটুয় সামান্য চোট পেলেও ওই দুই ম্যাচে খেলার পুরোপুরি সম্ভাবনা আছে নেইমার জুনিয়রের। বিশ্বকাপের আগের প্রীতি ম্যাচে ব্রাজিল দলে আর কোন ইনজুরির শঙ্কা নেই। রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার এদের মিলিতাও ইনজুরিতে ছিলেন। তিনি ফিট হয়ে রিয়ালের হয়ে একটি ম্যাচ খেলে তবেই ব্রাজিল দলে যোগ দিয়েছেন।
মন্তব্য করুন