সাফ শিরোপার মধ্য দিয়ে ক্রীড়াঙ্গনে যেন রাঙা প্রভাত এনেছেন সাবিনা খাতুন, কৃষ্ণা সরকার, মারিয়া মান্ডা, সানজিদরা। তাদের প্রথম দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপায় উৎসবে মেতেছে দেশ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাদের বরণ করেছে। রাজধানী জুড়ে বিজয় মিছিল হয়েছে। বরণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার নারী দলের কোচ গোলাম রাব্বানি ছোটন এবং দলের পক্ষে ফুটবলার কৃষ্ণা ও সানজিদাকে সংবর্ধনা দিয়েছে দৈনিক সমকাল।

বৃহস্পতিবার দুপুরে কোচের সঙ্গে দুই স্বপ্ন জয় করা বীর কন্যা কৃষ্ণা ও সানজিদা সমকাল অফিসে আসেন। তাদের ফুল দিয়ে বরণ করে নেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন ও উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান।

এ সময় সমকালের সহযোগী সম্পাদক ও অনলাইন ইনচার্জ সবুজ ইউনুস, বার্তা সম্পাদক খাইরুল বাশার শামীম, প্রধান প্রতিবেদক লোটন একরাম, বিজনেস এডিটর জাকির হোসেন, সমকালের অনলাইনের বার্তা সম্পাদক গৌতম বি মন্ডল, ক্রীড়া সম্পাদক সঞ্জয় সাহা পিয়াল, বিশেষ প্রতিবেদক সিকান্দার আলী, ক্রীড়া প্রতিবেদক সাখাওয়াত হোসেন জয়সহ অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় দেশকে সাফ জয়ের খুশি এনে দেওয়ায় তাদের মিষ্টি মুখ করানো হয়।

ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন নারী ফুটবলারদের ধন্যবাদ জানান দেশকে সম্মানিত করায়। তিনি বলেন, 'অন্যান্য ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনেও বাংলাদেশের মেয়েরা আন্তর্জাতিক সাফল্য বয়ে আনছে। নারী ফুটবলারদের এই উত্থান দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়া এবং বিশ্ব মঞ্চে প্রসারিত হোক। ফুটবলারদের সাফল্যে উজ্জীবিত হোক অন্য খেলার মেয়েরাও।'

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে দুটি গোল করা কৃষ্ণা আর মিডফিল্ডার সানজিদা ম্যাচের আগে ফেসবুকে হৃদয়স্পর্শী একটি স্ট্যাটাস দিয়ে সবচেয়ে আলোচিত। এই দুই তারকা ফুটবলারকে কাছ থেকে একনজর দেখতে সমকাল কার্যালয়ে ভিড় করেন কর্মীরা। কেউবা সেলফি তুলে, কেউবা গ্রুপ ছবিতে মুহূর্তটিকে স্মরণীয় করে রাখেন। কৃষ্ণা, সানজিদারাও হাসিমুখে ভক্তদের আবদার মিটিয়েছেন। সমকাল কার্যালয়ে আসায় ধন্যবাদ কোচ গোলাম রব্বানী ছোটন, খেলোয়াড় কৃষ্ণা রানী সরকার ও সানজিদা খাতুনকে।