সাফজয়ী মেয়েদের মধ্যে সানজিদাকে আলাদাভাবে সবাই চিনে- ফাইনালের আগে তাঁর সেই স্ট্যাটাসটি। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন সেই পোস্ট সম্পর্কে তিনি বলেন, 'আমার পেজ যে চালায় আমি সেই বড় ভাইকে বলেছি এইভাবে লিখতে, তিনি সেভাবে লিখেছেন। আর আমার ছোট্ট একটা কথায় মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী স্যার যে আয়োজন করেছেন, তাতে আমরা কৃতজ্ঞ।' 

ওই ফেসবুক স্ট্যাটাসের পর ছাদ খোলা বাসে ট্রফি নিয়ে তাঁর উদযাপনের আক্ষেপটি পূরণ হয়েছে। হিমালয় জয়ের পর বুধবার হুড খোলা বাসে করে চেনা ঢাকা শহরকে যেন নতুন করে ছিনেছেন নারী ফুটবলার সানজিদা আক্তার। যে ছবিটা কল্পনায় এঁকেছিলেন, রাজসিক সংবর্ধনায় সেটা ধরা দিয়েছে বাস্তবে। কিন্তু মনের মধ্যে আরেকটি স্বপ্ন ছিল তাঁর। কঠোর পরিশ্রম এবং ফুটবল খেলে যেটুকু উপার্জন করেছেন, তা দিয়ে একটা আইফোন কেনার স্বপ্ন ছিল সানজিদার। কিন্তু গত পরশু ছাদ খোলা বাসে চড়ার স্বপ্নপূরণের দিনেই ভেঙে গেছে তাঁর আইফোন কেনার স্বপ্ন। 

বাফুফে কর্তাদের ধারণা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মেয়েদের অর্থ চুরি হয়েছে। বৃহস্পতিবার সমকাল কার্যালয়ে এসে জানিয়েছেন, তাঁর যে লাগেজ ছিল, সেখান থেকে ৪০০ ডলার চুরি হয়েছে, 'স্বপ্ন ছিল আমি একটা আইফোন কিনব। কৃষ্ণারা যে ডলার হারাইছে সেখানে আমারও ডলার ছিল। আমারও কিছু টাকা ছিল। একসঙ্গে দু'জনের টাকা ছিল। ভাবছিলাম প্রাইজমানির টাকাগুলো জমিয়ে একটা আইফোন কিনব। তো স্বপ্নটা আর পূরণ হলো না। টাকা তো আমার চুরি হয়ে গেছে এয়ারপোর্ট থেকে।