- খেলা
- কোচ না বদলালে দল ছাড়বেন স্পেনের মেয়েরা
কোচ না বদলালে দল ছাড়বেন স্পেনের মেয়েরা

অনেক দিন ধরেই ফুটবল ফেডারেশনের কাছে কোচের বিরুদ্ধে অভিযোগ করে আসছিলেন স্পেনের নারী জাতীয় দলের সদস্যরা। কিন্তু স্পেন ফেডারেশন তাদের অভিযোগ আমলে নেয়নি। এবার সরাসরিই হুমকি দিয়েছেন তারা। যদি কোচ না বদলানো হয়, তাহলে সোজা দল ছেড়ে দেবেন তারা। যেমনটা জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আন্দোলনকারীদের অভিমত, কোচ জর্দে ভিল্দার অধীনে তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যে ব্যাঘাত ঘটছে।
আন্দোলনকারী ১৫ নারী ফুটবলার প্রধান কোচের বরখাস্তের দাবিতে স্পেন ফুটবল ফেডারেশনে একটি করে মেইল দিয়েছেন। ১৫ ফুটবলারের এমন দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের নারী ফুটবলার ম্যাগান রেপিওনে। ইনস্টাগ্রামে এক স্টোরিতে স্প্যানিশ ফুটবলারদের সমর্থন দেন তিনি।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিল্দা যেভাবে ট্রেনিং করান, যেভাবে ড্রেসিংরুম পরিচালনা করেন, সেগুলো নিয়ে মোটেও সন্তুষ্ট নন ওই ১৫ ফুটবলার। এই ১৫ ফুটবলারের মধ্যে ৬ জন খেলেন বার্সেলোনায়। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবেও খেলেন তাদের কয়েকজন।
ফুটবলারদের এই কঠোর অবস্থানকে অবশ্য ভালোভাবে নিচ্ছে না স্পেনের ফুটবল ফেডারেশন। বরং পাল্টা ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয় বিবৃতিতে, 'কোচ এবং তার কোচিং স্টাফের কাজ চালিয়ে যাওয়া নিয়ে খেলোয়াড়দের প্রশ্ন তোলাকে আমলে নিচ্ছে না আরইএফএফ। কারণ, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের নেই।'
মন্তব্য করুন