- খেলা
- তামিলনাড়ুর সঙ্গে খেলতে ভারত যাচ্ছেন মুমিনুলরা
তামিলনাড়ুর সঙ্গে খেলতে ভারত যাচ্ছেন মুমিনুলরা

আফগানিস্তান না করে দেওয়ার পর 'এ' দলের সিরিজ আয়োজনে মরিয়া হয়ে ওঠে বিসিবি। প্রতিবেশী ভারতে সিরিজ খেলার সুযোগও মিলে গেছে। চেন্নাইয়ে তামিলনাড়ু দলের বিপক্ষে দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলবেন মুমিনুল হকরা। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত সিরিজটি খেলতে বিসিবির দল চেন্নাই যাবে আগামী ৮ অক্টোবর।
মুমিনুল-মিঠুনরা ভারত যাওয়ার দুই দিন পর দেশে মাঠে গড়াবে জাতীয় লিগ। যেখানে সেরা ২০ জন ক্রিকেটার খেলতে পারবেন না 'এ' দলের সফর থাকায়। জাতীয় দল এবং এ দলের বাইরের ক্রিকেটারদের জন্য এটা একটা সুযোগ। জাতীয় লিগের ম্যাচ রেখে ভারতে সিরিজ খেলাকে বাঁকাভাবে দেখার সুযোগ নেই।
সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের মতে, 'ভারতের প্রাদেশিক দলের সঙ্গে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা বেশি থাকবে। ভালো উইকেটে খেলা হবে। দুই দলের খেলোয়াড়দের মধ্যে জয়ের ক্ষুধা থাকবে, যেটা এনসিএলে পুরোপুরি পাওয়া যাবে না। আমি মনে করি প্রতি বছর ভারতে একটা ট্যুর থাকা উচিত। রঞ্জি দলের বিপক্ষে খেলতে পারলে অনেক কিছু শেখা যাবে। বিসিবির কাছে আমার আবেদন থাকবে বছরে একটি ট্যুর ভারতে খেলার ব্যবস্থা করে।'
বাংলাদেশ এইচপি দলকেও নেপাল থেকে আমন্ত্রণ জানিয়েছিল তিনটি ওয়ানডে খেলার জন্য। জাতীয় লিগের স্বার্থে সিরিজটি পিছিয়ে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন