জামাইকার বিপক্ষে লিওনেল মেসিকে বেঞ্চে রেখে দল সাজানোর বিলাসিতা কিংবা সাহস দেখান আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ম্যাচের ১৩ মিনিটে লওতারো মার্টিনেজের পাসে জুলিয়ান আলভারেজ গোল করলেও দলকে বড় জয় এনে দিতে মাঠে নামতে হয় মেসির।

ম্যাচের ৫৬ মিনিটে মার্টিনেজের বদলি নামেন পিএসজি তারকা মেসি। লো চেলসোর বল ধরে ৮৬ মিনিটে গোল করেন। তিন মিনিট পরে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল আসে লিও’র পা থেকে।

মেসি মাঠে ছিলেন সব মিলিয়ে ৩৮ মিনিট। এর মধ্যে গোলের হ্যাটট্রিক না হলেও ভক্তের মাঠে ঢুকে ভালোবাসায় সিক্ত হওয়ার হ্যাটট্রিক করে ফেলেন তিনি। কিন্তু ভক্তের ভালোবাসা মাঝে মধ্যে যে বিপদও ডেকে আনতে পারে।

ম্যাচে মেসি নিজের প্রথম গোল করার পরে খালি গায়ে এক ভক্ত ঢুকে পড়েন মাঠে। লিও’র হাতে কলম ধরিয়ে দিয়ে পিঠ পেতে দেন অটোগ্রাফ নেওয়ার জন্য। সবে লেখা শুরু করেছেন তিনি। এর মধ্যেই দুই নিরাপত্তাকর্মী এসে জাপটে ধরেন ওই ভক্তকে। 

ওই দুই নিরাপত্তাকর্মী দায়িত্বের প্রতি নিষ্ঠা দেখাতে গিয়ে এতোটাই ধাক্কা-ধাক্কি শুরু করেন যে মেসির পায়ে প্রতিপক্ষের ডিফেন্ডারের মতো আঘাতও করে বসেন। হোঁচট খেয়ে উঠে আর্জেন্টাইন তারকা একটু অবাকও হন।

ওই দুই নিরাপত্তাকর্মীর ভাগ্য ভালো যে মেসির আর্জেন্টাইন সতীর্থরা এগিয়ে আসেননি। কারণ তার জাতীয় দলের এক-একজন সতীর্থ বডিগার্ডের মতো। কেউ তাকে আলতো করে ফাউল করলেও একযোগে ছুটে এসে রীতিমতো যুদ্ধ বাধিয়ে দিচ্ছেন রদ্রিগো ডি পল, ক্রিস্টিয়ান রোমেরো, লউতারো মার্টিনেজরা।