চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে তিনে তিন জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দলটির দুই তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস এবং ভিনিসিয়াস জুনিয়র গোল করেছেন।

সান্তিয়াগো বার্নাব্যুতে তবু কি আফসোসের শেষ নয় লস ব্লাঙ্কোসদের? একের পর এক আক্রমণ করেও শাখতার দোনেস্কের বিপক্ষে জয় যে কেবল ২-১ গোলের!

প্রথমার্ধ রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নের মতো শুরু করে। ম্যাচের ১৩ মিনিটে গোল করেন শুরুর একাদশে জায়গা পাওয়া রদ্রিগো গোয়েস। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করে ব্লাঙ্কোসরা। রদ্রিগোর বুদ্ধিদীপ্ত পাস থেকে নিঁখুত শটে গোল করেন ভিনিসিয়াস। 

প্রথমার্ধের ৩৯ মিনিটে গোল করে শাখতার। কাউন্টার অ্যাটাকে ও ডেভিড আলাবার পজিশন মিস করার সুযোগ নিয়ে দারুণ এক ক্রস থেকে ভলি করে গোল করেন জুভকভ। তার একটু আগেই ভিনির গোল মিসের খেসারত নগদে বুঝিয়ে দেন তিনি।

ভিনি ভুল থেকে শিক্ষা নিতে পারেননি। অথবা একটা গোল করার পরও দিনটা তার ছিল না। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও বাজে সব শট নিয়ে গোলের মুখে একাধিক সুযোগ হারিয়েছেন তিনি। সুযোগ হারিয়েছে পুরো দল। তাই তো শাখতারের গোলের লক্ষ্যে ১৪ শট নিয়েও স্কোর মাত্র দুই। ১৬টি লক্ষ্যভ্রষ্ট শটের কথা না হয় বাদই থাকল।