- খেলা
- ‘ওপেনিং উপভোগ করছি, দলও আত্মবিশ্বাসী’
‘ওপেনিং উপভোগ করছি, দলও আত্মবিশ্বাসী’

ছবি: মিরাজের ফেসবুক পেজ থেকে নেওয়া
আমিরাতের বিপক্ষে টি-২০ সিরিজ ছিল পরীক্ষা-নিরীক্ষার। নিউজিল্যান্ডে টি-২০ ত্রিদেশীয় সিরিজেও ব্যাটিং অর্ডারে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। সাব্বির রহমানের জায়গায় নাজমুল শান্ত বা সৌম্য সরকার একাদশে ঢুকতে যাচ্ছেন।
তবে মেক শিফট ওপেনার মেহেদি মিরাজ টিকে যাচ্ছেন একাদশে। ত্রিদেশীয় সিরিজে এবং অস্ট্রেলিয়া বিশ্বকাপে তিনিই ইনিংস ওপেন করতে যাচ্ছেন। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে মিরাজ জানিয়েছেন, ওপেনিং করার ব্যাপারে তিনি এবং দল তাকে নিয়ে আত্মবিশ্বাসী।
বিসিবির ভিডিও বার্তায় মিরাজ বলেন, ‘তিনদিন অনুশীলন করেছি। দলের অনুশীলন ভালো হয়েছে। যার যতটুকু দরকার অনুশীলন করেছে। আমি যেমন ব্যাটিং এবং বোলিং করেছি। ওপেনিংয়ে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছি। উপভোগ করছি, ভালো খেলার চেষ্টা করছি। আমি নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী। দলও আমাকে নিয়ে আত্মবিশ্বাসী। এখন ভালো ক্রিকেট খেলার অপেক্ষা।’
আমিরাতের বিপক্ষে সিরিজে ছিলেন না টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। মিরাজ জানিয়েছেন, অধিনায়ক দলের সঙ্গে যোগ দিয়েছেন। যা বাড়তি মাত্রা যোগ করেছে। দলটা এখন পরিপূর্ণ হয়েছে। ফলাফলের চিন্তা না করে এখন তাদের মনোযোগ প্রসেস ঠিক রেখে ক্রিকেট খেলা।
শুক্রবার বাংলাদেশ সময় সকাল আটটায় ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে পাকিস্তান-নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দলকে উজ্জ্বীবিত করবে বলে জানিয়েছেন স্পিন অলরাউন্ডার মিরাজ, ‘গত বিশ্বকাপে, এশিয়া কাপে পাকিস্তান ভালো খেলেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে খেলতে হবে। তাদের বিপক্ষে পারফর্ম করলে বিশ্বকাপেও ভালো হবে আশা করছি।’
মন্তব্য করুন