নারী এশিয়া কাপে বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে মুর্শিদা-জ্যোতির ফিফটি ও বল হাতে তৃষ্ণার হ্যাটট্রিকের সুবাদে ৮৮ রানের বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশের মেয়েরা। তাতেই উঠে যায় পয়েন্ট টেবিলের তিন নম্বরে।

এদিন অভিষেকেই হ্যাটট্রিক করা ফারিহা তৃষ্ণা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উচ্ছ্বাসের সাথে নিজের অনুভূতি জানিয়ে বলেন, 'অভিষেক ম্যাচ ছিল, চেষ্টা করেছি নিজের ভালোটা দেওয়ার। আজকের ম্যাচে যে আমার অভিষেক হবে- তা জানতে পেরেছি আজকে সকালেই। অভিষেকেই হ্যাটট্রিক হয়েছে, এতে অনেক খুশি অভিষেক ম্যাচেই স্মরণীয় কিছু করতে পারছি।'

পঞ্চগড়ের মেয়ে তৃষ্ণা আরও বলেন, পঞ্চগড়ে ক্রিকেটটা মেয়েদের জন্য অনেক কঠিন। ক্রিকেট বলতে ছেলেদের ছাড়া মেয়েদের কিছুই নেই। আমাদের মাঠ আছে অথচ অনুশীলন করা যাচ্ছে না। সমর্থনের কথা যদি বলেন, তাহলে বাবা-মায়ের অনেক সমর্থন পেয়েছি। ক্রিকেটে আসার পেছনে আমার স্কুলের শিক্ষক আমিনুদ্দিন স্যারের অনেক সাহায্য ছিল।'

বোলিংয়ে নিজের বিশেষ শক্তির কথা জানিয়ে ফারিহা বলেন, 'আমার শক্তির জায়গা হচ্ছে, আমার স্পট বল। মানে মেইন জায়গা স্পটে। সহজাতভাবে আমি আউটসুইং পাই, যেটা বাঁহাতিদের বেলায়। ডানহাতিদের বেলায় যেটা ইনসুইং হয়। আমি যদি আমার জায়গায় বল করার চেষ্টা করি আমার বলগুলো ভালোই হয়। কাজেই আমি আমার শক্তির জায়গা মনে করি স্পট বলটাই।'