- খেলা
- সাকিবকে পেয়ে পরিপূর্ণ বাংলাদেশ দল : মিরাজ
সাকিবকে পেয়ে পরিপূর্ণ বাংলাদেশ দল : মিরাজ

আর কয়েক ঘণ্টা পরই ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ-পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে সিরিজটি। ক্রাইস্টচার্চের হাগলি ওভালে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল আটটায়। তিন জাতীয় টুর্নামেন্টটির শুরুর ঠিক আগের দিন দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
মঙ্গলবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শেষে নিউজিল্যান্ডে পৌঁছানোর কথা ছিল সাকিবের। কিন্তু ভিসাজনিত ঝামেলায় পড়ে সময়মতো দলের সঙ্গে যোগ দেয়া হয়নি টাইগার কাপ্তানের। ভিসা ও ভ্রমণ জটিলতায় যুক্তরাষ্ট্র থেকে নিউজিল্যান্ডে আজ পৌঁছান তিনি। ২৪ ঘণ্টারও কম সময় বিশ্রাম নিয়ে স্থানীয় সময় দুপুরে টস করতে নামতে হবে অধিনায়ককে।
এর পরও সাকিবকে দলে পেয়ে খুশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, 'সাকিব ভাই আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, এটা আমাদের জন্য বড় সুবিধা। কারণ সবশেষ সিরিজে সাকিব ভাই ছিলেন না। এখন আমাদের পরিপূর্ণ দল হয়েছে। আমরা সবাই একসঙ্গে অনুশীলন করে মাঠে নামতে পারব।'
বিশ্বকাপের আগে পাকিস্তান-নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দলকে উজ্জ্বীবিত করবে বলে জানিয়েছেন স্পিন অলরাউন্ডার মিরাজ, 'গত বিশ্বকাপে, এশিয়া কাপে পাকিস্তান ভালো খেলেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে খেলতে হবে। তাদের বিপক্ষে পারফর্ম করলে বিশ্বকাপেও ভালো হবে আশা করছি।'
ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলোকে বাংলাদেশের ক্রিকেটারদের প্রস্তুতির গুরুত্বপূর্ণ মঞ্চ মনে করেন মিরাজ, 'প্রতিটা খেলোয়াড়ের প্রস্তুতি এখানে গুরুত্বপূর্ণ। যার যার জায়গা থেকে পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ। আমরা যদি এখানে ভালো পারফর্ম করতে পারি, বিশ্বকাপে গিয়ে অনেক বেশি ভালো ক্রিকেট খেলতে পারব আশা করি।'
মন্তব্য করুন