- খেলা
- বিশ্বকাপে খেলবেন মিচেল, কিউই শিবিরে স্বস্তি
বিশ্বকাপে খেলবেন মিচেল, কিউই শিবিরে স্বস্তি

ছবি: ফাইল
সুসংবাদ দিলেন ড্যারিল মিচেল। হাতের ইনজুরিতে নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আশাবাদ ব্যক্ত করলেন ড্যারিল মিচেল।
মিচেল বলেছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন তিনি। হয়তো প্রথম ম্যাচ খেলা হবে না। তবে দ্বিতীয় ম্যাচ থেকেই দেখা যাবে তাকে।
শুক্রবার দলের অনুশীলনের সময় কিউই অলরাউন্ডারের ডান হাতের আঙুলে চোট লাগে। সঙ্গে সঙ্গে আঙুলের এক্স রে করা হয়। পরীক্ষায় দেখা গিয়েছে মিচেলের ফিফল মেটাকারপলে ফ্র্যাকচার হয়েছে।
তবে এই চোট বিশ্বকাপের আগেই সেরে যাবে বলে জানিয়েছেন মিচেল, 'অবশ্যই এটা অনেক স্বস্তির। খেলার ব্যাপারে সম্মতি পাওয়া সত্যিই দারুণ এবং হাত ঠিক হওয়ার সুযোগ আছে। ফ্র্যাকচারের অবস্থা এখন ভালো এবং সময়মতো এটি ঠিক হয়ে যাবে।'
নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, ২২ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম বিশ্বকাপ ম্যাচে পাওয়া যাবে না মিচেলকে। তবে ২৬ অক্টেবার আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় গ্রুপ ম্যাচে তাকে পেতে আশাবাদী তিনি।
মন্তব্য করুন