নারী এশিয়া কাপে নিজেদের পঞ্চম ম্যাচে সোমবার সকালে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে ১৯তম ওভারেই বন্ধ হয়ে যায় খেলা। এক ঘন্টার বেশি বৃষ্টি বর্ষণের পর ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে নির্ধারণ হয় বাংলাদেশের টার্গেট।

জিততে হলে ৭ ওভারে ৪১ রান করতে হবে স্বাগতিকদের। শ্রীলঙ্কা বৃষ্টি নামার আগে ৫ উইকেটে ৮৩ রান করে।

এদিনই অন্যরকম এক সেঞ্চুরির দেখা পান পেসার জাহানারা আলম। দ্বিতীয় ওভারে শ্রীলঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুকে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক অর্জন করেন জাহানারা। এই নিয়ে ৭৩ টি-টোয়েন্টি ম্যাচে জাহানারার উইকেট ৫৬টি। আর ৪৭ ওয়ানডেতে উইকেট ৪৪টি।

টি-টোয়েন্টিতে জাহানারার সেরা বোলিং ২৮ রানে ৫ উইকেট। আর ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ওয়ানডের সেরা বোলিং করেন জাহানারা।

জাহানারার আগে উইকেটের সেঞ্চুরির দেখা পান সালমা খাতুন, রুমানা আহমেদ ও নাহিদা আক্তার। তবে এই তিনজনই স্পিনার, পেসারদের মধ্যে জাহানারাই প্রথম।