- খেলা
- সাকিবের দলে খেলবেন জিমি
সাকিবের দলে খেলবেন জিমি

বাংলাদেশ তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় তারকা সাকিব আল হাসান। ক্রিকেটের পাশাপাশি সেই সাকিব এখন বড় ব্যবসায়ী। এবারের ফ্র্যাঞ্চাইজি হকি লিগে দল আছে সাকিবেরও। এই লিগে অংশ নিচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারের মালিকানাধীন মোনার্ক মার্টের মোনার্ক পদ্মা। মজার খবর, সাকিবের এই দলে খেলবেন দেশের হকির বড় তারকা রাসেল মাহমুদ জিমি। মোনাক মার্ট পদ্মায় আইকন হিসেবে খেলবেন তিনি।
আজ রাজধানীর অভিজাতে ক্লাবে ফ্রাঞ্চাইজ লিগের ড্রাফট চলছে। সেই ড্রাফটে ছয় দলের ছয় দেশি আইকন আগে নিলাম হয়। সেখানে বাংলাদেশের হকির অন্যতম সেরা তারকা রাসেল মাহমুদ জিমিকে পেয়েছে সাকিবের মোনাক মার্ট।
সাইফ পাওয়ার গ্রুপ খুলনা পেয়েছে গোলরক্ষক বিপ্লব কুজুরকে। ওয়ালটন ঢাকা পেয়েছে গত মৌসুমে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া আশরাফুল ইসলামকে। মেট্রো এক্সপ্রেস বরিশালের আইকন রোমান সরকার, একমি চট্টগ্রামের রেজাউল করিম বাবু, রূপায়ন গ্রুপ কুমিল্লা পেয়েছে সোহানুর রহমান সবুজ। যিনি গত ঘরোয়া আসরে সর্বোচ্চ গোলদাতা।
জাতীয় দলের ১৯ জনের খেলোয়াড়ের মধ্যে থেকে ৬ জন আইকন বেছে নিয়েছে ফ্রাঞ্চাইজগুলো। জাতীয় দলের বাকি খেলোয়াড়রা এ প্লাস ক্যাটাগরিতে থাকবেন।
দেশি আইকনের পরপরই বিদেশি আইকন নির্ধারিত হয়েছে। ৬ বিদেশি আইকনের মধ্যে ৪ জনই ভারতের বাকি ২ জন আর্জেন্টাইন।
দেশি আইকনদের তালিকা:
রেজাউল করিম (একমি চট্টগ্রাম), রোমান সরকার (মেট্রো এক্সপ্রেস বরিশাল), রাসেল মাহমুদ জিমি (মোনার্ক মার্ট পদ্মা), সোহানুর রহমান সবুজ (রুপায়ন গ্রুপ কুমিল্লা), বিপ্লব কুজুর (সাইফ পাওয়ার খুলনা), আশরাফুল ইসলাম (ওয়ালটন ঢাকা)
ছয় বিদেশি আইকন হলেন:
দেভিন্দার ওয়ালমিকি (ভারত) - একমি চট্টগ্রাম; হুয়ান মার্তিন লোপেজ (আর্জেন্টিনা) - মেট্রো এক্সপ্রেস বরিশাল ; চিঙ্গেলসানা সিং (ভারত) - মোনার্ক মার্ট পদ্মা; প্রদীপ মোর (ভারত)- রুপায়ন গ্রুপ কুমিল্লা; গিদো বেরেইরোস (আর্জেন্টিনা)- সাইফ পাওয়ার খুলনা; এসভি সুনীল (ভারত)- ওয়ালটন ঢাকা।
মন্তব্য করুন