- খেলা
- ক্যাম্প ন্যুয়ে বসবে মেসির ভাস্কর্য
ক্যাম্প ন্যুয়ে বসবে মেসির ভাস্কর্য

২০২১ সালের গ্রীষ্মে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান লিওনেল মেসি। বার্সা ছেড়ে দেবার পর থেকেই মেসিকে ফেরানোর জন্য নানা রকমের চেষ্টা করে যাচ্ছে বার্সেলোনা। কারণ বার্সা সমর্থকেরা এখনো মেসিকে ভুলতে পারেননি। তাকে ফেরাতে চেয়েছিল আরো আগেই। কিন্তু সম্প্রতি পিএসজিতে মেসির দুর্দান্ত ফর্ম দেখে নড়েচড়ে বসেছে কাতালান জায়ান্টদের কর্তাব্যক্তিরাও।
আগামী মৌসুমে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে মেসিকে ফেরাতে চান ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। তিনি জানালেন, ক্লাবের কিংবদন্তি মেসিকে 'অমরত্ব' দিতে চান তারা। আর এজন্য তার ভাস্কর্য উন্মোচন করা হবে ক্যাম্প ন্যুয়ের বাইরে।
বার্সার সাধারণ সভায় লাপোর্তা বলেন, 'আমরা ক্যাম্প ন্যুয়ের বাইরে মেসির ভাস্কর্য নির্মাণ করব। সিদ্ধান্ত চূড়ান্ত।'
মন্তব্য করুন