- খেলা
- ডানা ছেঁটে ‘এতিম’ বলায় কোচের উপর নাখোশ এমবাপ্পে
ডানা ছেঁটে ‘এতিম’ বলায় কোচের উপর নাখোশ এমবাপ্পে

পিএসজি কোচ গালতিয়ের ও এমবাপ্পে। ছবি: ফাইল
পিএসজির অশান্তির আগুন যেন নিভছেই না। একটা ঝামেলা মিটলে আরেকটি হাজির। এই যেমন দলটির তরুণ তুর্কি কিলিয়ান এমবাপ্পে কোচের উপর নাখোশ। কারণ তাকে পছন্দের পজিশনে খেলানো হচ্ছে না। আবার তাকে এতিম বলে অ্যাখ্যা দিচ্ছেন কোচ।
মৌসুমের শুরুতে নেইমার এবং এমবাপ্পের মধ্যে পেনাল্টি শট নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। একটি পেনাল্টি নিয়ে মিস করেন এমবাপ্পে। পরের শটটা নেন নেইমার। কিন্তু পিএসজির সঙ্গে নতুন চুক্তি করে ক্ষমতার মালিক হওয়া এমবাপ্পে ওই ঘটনায় খুশি হতে পারেননি। পরে কোচ সমস্যার সমাধান করেন।
শনিবার রাতে লিগ ম্যাচে রাঁসের বিপক্ষে গোল শূন্য সমতা করেছে পিএসজি। ইনজুরির কারণে ওই ম্যাচে ছিলেন না মেসি। নেইমার ৫৭ মিনিট ছিলেন বেঞ্চে। আক্রমণের ভার একার কাঁধে পড়ে এমবাপ্পের। তিনি ভার বাইতে পারেননি।
ম্যাচ শেষে পিএসজি কোচ গালতিয়ের বলেন, মেসি-নেইমার ছাড়া এমবাপ্পে অনেকটা এতিমের মতো। দ্বিতীয়ার্ধে নেইমার মাঠে নামার পরে এমবাপ্পের সঙ্গে রসায়ন ভালো হয়। দশ জনের দল নিয়ে আক্রমণে গতি বাড়ে বলেও মন্তব্য করেন কোচ।
ওই ঘটনার পরে এমবাপ্পে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। লেখেন ‘পিভোটাল গ্যাং’। মেসি-নেইমারের সঙ্গে কোচের সম্পর্ককে এমবাপ্পে ‘গ্যাং’ বলেছেন বলে মনে করা হচ্ছে। পরে পোস্টটি ডিলেট করে দেন তিনি।
ওই ঘটনার পরে সংবাদ মাধ্যম লা প্যারিসিয়াস দাবি করেছে, কোচের মনোভাবে খুশি নন এমবাপ্পে। পিএসজির সঙ্গে নতুন চুক্তি করার পরও তাকে পছন্দের পজিশনে খেলানো হচ্ছে না। পিএসজি কোচ এখন তাকে নাম্বার নাইন বা পিওর স্ট্রাইকার পজিশনে খেলাচ্ছেন। কিন্তু এমবাপ্পের পছন্দের পজিশন রাইট উইঙ্গ।
ওই পজিশনে নিজের দাপট দেখাতে পারেন এমবাপ্পে। ‘ইনসাইড ফরোয়ার্ড’ হিসেবে খেলতে পছন্দ করেন তিনি। যেখানে গোলের জন্য নিজেই বল তৈরি করেন তিনি। কিন্তু ‘ট্রেডিশনাল নাম্বার নাইন’ পজিশনে ওই সুযোগ পাচ্ছেন না ফ্রান্সম্যান। যে কারণে কোচের উপর অখুশি তিনি।
মন্তব্য করুন