চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে বেনফিকার মুখোমুখি হবে পিএসজি। গ্রুপ পর্বের চতুর্থ এই ম্যাচে পিএসজির ঘোষিত দলে নেই দলটির অন্যতম সেরা তারকা লিওনেল মেসি।

বেনফিকার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে দুর্দান্ত এক গোল করেন লিও মেসি। সমতায় শেষ হওয়া ম্যাচের ৮১ মিনিটে পিএসজি কোচ ক্রিস্টোফার গালতিয়ের তাকে তুলে নেন। কারণ মেসি অস্বস্তি বোধ করায় বদলি হওয়ার ইঙ্গিত করেন।

এরপর লিগে রাঁসের বিপক্ষে মেসিকে বিশ্রামে রেখেছিলেন কোচ। সোমবার তার দলের সঙ্গে অনুশীলন করার কথা ছিল। কিন্তু আর্জেন্টাইন তারকা ঝুঁকি নিয়ে অনুশীলন করেননি। কোচও তাকে নিয়ে ঝুঁকি নিতে চান না। সেজন্য পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষেও তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

বেনফিকার বিপক্ষে পিএসজির দল।

সংবাদ মাধ্যম লা প্যারিসিয়াস জানিয়েছে, মেসির তার পায়ের গোড়ালির ওপরের মাংস পেশিতে ব্যথা অনুভব করছেন। বেনফিকা ম্যাচে তাকে আর্জেন্টাইন এক ফুটবলার ট্যাকল করেন। সেখান থেকেই ওই চোট পেয়েছেন তিনি।

তবে তার ইনজুরি গুরুতর নয়। কিন্তু কাতার বিশ্বকাপের কথা মাথায় রেখে মেসি ওই ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়েই মাঠে নামতে চান। পিএসজিও ৩৫ বছর বয়সী তারকাকে নিয়ে কোন ঝুঁকি নেবে না।