প্রথমবার মেয়েদের এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে থাইল্যান্ড। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ওই সুযোগে ছয় ম্যাচের মধ্যে তিন জয় পাওয়া থাইল্যান্ড শেষ চারে পা রেখেছে।

এছাড়া বাংলাদেশের বিদায়ের দিনে এশিয়া কাপের সেমিফাইনালে ওঠা দলও চূড়ান্ত হয়ে গেছে। চূড়ান্ত হয়ে গেছে ফাইনালে যাওয়ার লড়াইয়ে কে কার মুখোমুখি হবে।

আসরের ফেবারিট দল ভারত ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে। তারা আছে পয়েন্ট টেবিলে শীর্ষে। অন্যদিকে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচে ৫ উইকেটে জিতেছে পাকিস্তান। পাকিস্তানও ভারতের সমান পাঁচ জয় পেয়েছে। তবে নেট রান রেটের হিসাবে পয়েন্ট টেবিলে আছে দুইয়ে।

আইসিসির ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল খেলবে টেবিলের চারে থাকা দলের বিপক্ষে। অর্থাৎ প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও থাইল্যান্ড। দুই দলের শক্তির বিচারে ভারতের মেয়েরা তাই ফাইনালে এক পা দিয়ে রেখেছে।

পয়েন্ট টেবিলের দুইয়ে ও তিনে থাকা দল একই দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে। অর্থাৎ পাকিস্তান ও শ্রীলঙ্কা দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে। সেমিফাইনালে জয়ী দুই দল ১৫ অক্টোবর সিলেটে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে।