- খেলা
- শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামিবিয়া
শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামিবিয়া
-samakal-634b83e54f9f2.jpg)
তাসমানপাড়ে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। সুপার টুয়েলভে ওঠার লড়াইয়ে প্রথম পর্বের ম্যাচে মাঠে নেমেছে এশিয়ার জায়ান্ট শ্রীলঙ্কা এবং নামিবিয়া। এরই মধ্যে টস সম্পন্ন হয়েছে। যেখানে টসে লঙ্কান অধিনায়ক টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে।
লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেছেন, 'আমরা বোলিং নিচ্ছি। এটা প্রথম খেলা, উইকেটটা কেমন দেখবো। ছেলেরা খুব আত্মবিশ্বাসী। এশিয়া কাপের একই কম্বিনেশন আমাদের। বোলিং নিয়ে আমরা তাদের মোটামুটি একটা স্কোরে আটকাতে চাই।'
প্রথম রাউন্ডের 'এ' গ্রুপে শ্রীলঙ্কা ও নামিবিয়ার সঙ্গে অন্য দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত।
নামিবিয়া স্কোয়াড: স্টেফান বার্ড, ডেভিড উইজ, জেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জ্যান নিকোল লফটি-ইটন, জেজে স্মিট, জ্যান ফ্রাইলিঙ্ক, জেন গ্রিন (উইকেটকিপার), ডিভান লা কক, মাইকেল ফন লিঙ্গেন, বার্নার্ড স্কল্টজ, বেন শিকোঙ্গো।
শ্রীলঙ্কা স্কোয়াড: পাথুম নিশানকা, কুমল মেন্ডিস (উইকেটকিপার), ধনঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশানকা, মাহিশ ঠিকশানা।
মন্তব্য করুন