- খেলা
- ফ্রাইলিঙ্ক-স্মিট ঝড়ে নামিবিয়ার চ্যালেঞ্জিং সংগ্রহ
ফ্রাইলিঙ্ক-স্মিট ঝড়ে নামিবিয়ার চ্যালেঞ্জিং সংগ্রহ

টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের পর্দা উঠেছে আজ। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে চমকে দিয়েছে নামিবিয়া। টস জিতে লঙ্কান অধিনায়ক শানাকা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে ১৬৪ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে নামিবিয়া। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করেছে আফ্রিকার দলটি।
টসে জিতে বোলিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিল শানাকার দল। ১৬ রানেই নামিবিয়ার দুই ওপেনারকে ফিরিয়ে চাপে ফেলে লঙ্কার বোলাররা। তবে স্টিফান বার্ডকে নিয়ে ৪১ রানের জুটি করেন অধিনায়ক ইরাসমাস। দলীয় ৭৬ রানে ইরাসমাসকে ফেরান ডি সিলভা। এরপর কিছুক্ষণের মধ্যেই বিদায় নেন স্টিফান বার্ড।
তবে জ্যান ফ্রাইলিঙ্ক এবং জেজে স্মিট মিলে গড়েন ৭০ রানের জুটি। লঙ্কান বোলারদের চার-ছয়ে ভাসিয়েছেন এই দুই ব্যাটার। দলের হয়ে ২৮ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন ফ্রাইলিঙ্ক। এই ইনিংস খেলতে তিনি চারটি চার মেরেছেন। পাশাপাশি স্মিট ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৬ বলে ৩১ রান করে। লঙ্কানদের মধ্যে দুই উইকেট পেয়েছেন প্রমোদ মদুশান।
শেষ চার ওভারে ৫৭ রান হজম করেছে শ্রীলঙ্কা। বিশ্বকাপে ডেথ ওভারে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ রান দিলো তারা। আর ফ্রাইলিংক ও স্মিটের ৭০ রান সপ্তম বা তার পরবর্তী উইকেট জুটিতে তৃতীয় সর্বোচ্চ।
মন্তব্য করুন