আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডস। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক সিপি রিজওয়ান। দিনের আগের ম্যাচে এশিয়াজয়ী শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে নামিবিয়া।

সংযুক্ত আরব আমিরাত একাদশ: মোহাম্মদ ওয়াসিম, চিরাগ সুরি, বৃত্তি অরবিন্দ, সিপি রিজওয়ান (অধিনায়ক), বাসিল হামিদ, জাওয়ার ফরিদ, আয়ান আফজাল খান, কাশিফ দাউদ, কার্তিক মেইয়াপ্পান, জহুর খান ও জুনায়েদ সিদ্দিক।

নেদারল্যান্ডস একাদশ: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, লোগান ভ্যান বিক, টম কুপার, ফ্রেড ক্লাসেন, বাস ডি লিড, পল ভ্যান মিকেরেন, রোলেফ ভ্যান ডার মারউই, ম্যাক্স ও’ডউড, টিম প্রিঙ্গল ও বিক্রম সিং।