- খেলা
- লঙ্কান শিবিরে আরেক ধাক্কা, ছিটকে গেলেন মাদুশাঙ্কা
লঙ্কান শিবিরে আরেক ধাক্কা, ছিটকে গেলেন মাদুশাঙ্কা

লঙ্কান পেসার দিলশান মাদুশাঙ্কা। ছবি: ফাইল
বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে হেরেছে এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। টি-২০’র সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা পাত্তা পায়নি নামিবিয়ার কাছে। মাত্র ১০৮ রানে অলআউট হয়ে ৫৫ রানের বিশাল ব্যবধানে হেরেছে।
ওই হারের সঙ্গে লঙ্কান শিবিরে লেগেছে আরেক ধাক্কা। বাঁ-হাতি পেসার দিলশান মাদুশাঙ্কা ইনজুরি নিয়ে দল থেকে ছিঁটকে গেছেন। তার বদলি হিসেবে আইসিসির টেকটিক্যাল কমিটি বিনুরা ফার্নান্দোকে দলে অর্ন্তভুক্ত করার জন্য অনুমোদন দিয়েছে।
শ্রীলঙ্কা দলে মাদুশাঙ্কার অভিষেক সর্বশেষ এশিয়া কাপে। ওই টুর্নামেন্টে বল হাতে তিনি এতোটাই ভালো করেন যে, শুধু বিশ্বকাপ দলে নয় তাকে একাদশে রাখার পরিকল্পনাও ছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু ইনজুরি তার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হতে দিল না।
শ্রীলঙ্কার পেস আক্রমণের মূল ভরসা দুশমন্ত চামিরা। মাদুশঙ্কা পাওয়ার প্লেতে গতির সঙ্গে সুইং এবং স্লগে ইয়র্কার, স্লোয়ারসহ বৈচিত্রপূর্ণ বোলিং করার জন্য দলের পেস আক্রমণের দ্বিতীয় সেরা পছন্দ হয়ে উঠেছিলেন। রোববার নামিবিয়ার বিপক্ষে পরাজিত হওয়া ম্যাচে তার জায়গায় খেলেছেন প্রমোদ মাদুসান।
মন্তব্য করুন