- খেলা
- বিনির মনোনয়ন নিয়ে আপত্তি, বোর্ড প্রেসিডেন্ট হতে পারবেন?
বিনির মনোনয়ন নিয়ে আপত্তি, বোর্ড প্রেসিডেন্ট হতে পারবেন?

ছবি: ফাইল
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট থাকছেন না সৌরভ গাঙ্গুলি। তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের জন্য মনোনয়ন দাখিল করেননি। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, পরবর্তী বোর্ড প্রেসিডেন্ট হচ্ছেন বিশ্বকাপ জয়ী সাবেক পেসার রজার বিনি।
কিন্তু তার মনোনয়নের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুই সদস্য। তাদের দাবি, বিনির মনোনয়ন বৈধ নয়। সেজন্য তিনি বোর্ড প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন।
বিষয়টি নিয়ে বিসিসিআই নির্বাচন কর্মকর্তা একে য্যোতি তদন্তে নামেন। তদন্ত শেষে তিনি জানিয়েছেন, রজার বিনির মনোনয়ন সম্পূর্ণ বৈধ। তার বোর্ড প্রেসিডন্ট হতে কোন বাধা নেই।
অভিযোগ ছিল, মনোনয়নে বিনিকে যে দু’জন বোর্ড পরিচালক সুপারিশ করেছেন তাদের মেয়াদ শেষ হয়ে গেছে ৩ অক্টোবর। তবে তদন্তে শেষে য্যোতি জানিয়েছেন, নিয়ম মেনে এবং নির্ধারিত সময়র মধ্যে সুপারিশ নিয়ে বিনির মনোনয়ন দাখিল হয়েছে।
মুম্বাইতে আগামী মঙ্গলবার বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সব ঠিক থাকল ওই সাধারণ সভায় বিশ্বের সবচেয়ে ধনী ও ক্ষমতাধর ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন রজার বিনি।
মন্তব্য করুন