লা লিগার সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ এল ক্লাসিকোয় মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রোববার বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে মাঠে নামবে দুই দল।

লা লিগায় শীর্ষে আছে বার্সেলোনা। এই ম্যাচ তাদের জায়গা আরেকটু পোক্ত করার। সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলের সমতা করে গ্রুপ পর্বে বিদায়ের শঙ্কায় একটু স্বান্তনা দেওয়ার।

রিয়াল মাদ্রিদ লিগে ও চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ফুটবল খেলছে। তবু তারা পয়েন্ট টেবিলে দুইয়ে। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে একদম শেষ সময়ে শাখতার দোনেস্কের বিপক্ষে ১-১ গোলের সমতা করেছে। ঘরের মাঠে এই ম্যাচটা তাদের সম্মান রক্ষার জন্যও জেতা দরকার।

রিয়ালের শুরুর একাদশ: আন্দ্রে লুনিন, ফারল্যান্ড মেন্ডি, ডেভিড আলাবা, এদের মিলিতাও, দানি কারভাহাল, টনি ক্রুস, অঁরেলিন চুয়ামেনি, লুকা মডরিচ, ভিনিসিয়াস, বেনজেমা, ফেদে ভালভার্দে।

বার্সেলোনার শুরুর একাদশ: টের স্টেগান, বালদে, এরিক গার্সিয়া, জুলেন কুন্দে, সের্গিও রর্বাতো, পেদ্রি, সের্গিও বুসকেটস, ফ্রেঙ্কি ডি জং, ডেম্বেলে, লেভাডভস্কি, রাফিনহা।