দুই হারে লিগ শুরু, ম্যানচেস্টার সিটির বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পরই সেরা চারে থাকার লড়াইয়ে শক্ত অবস্থান ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গোল শূন্য সমতায় পিছিয়েই গেল রেড ডেভিলসরা।

এরিক টেন হ্যাগ এই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো, কাসেমিরো এবং ফ্রেডকে শুরুর একাদশে রেখেছিলেন। অ্যান্তোনি-রোনালদো এবং জাদন সানকোকে নিয়ে আক্রমণ সাজিয়েছিলেন। কিন্তু তাদের জুটি জমেনি।

সৌদি মালিকানায় গিয়ে অর্থের ঝনঝনানি নিয়ে প্রিমিয়ার লিগে নতুন শুরু করা নিউক্যাসল কাঁধে কাঁধ মিলিয়ে ম্যানইউ-এর বিপক্ষে লড়েছে। বলের দখল, গোলের সুযোগ তৈরি সব ক্ষেত্রেই প্রায় সমানে সমান ছিল দলটি। তবে গোল করতে পারেনি কোন দল।

লিগের অন্য ম্যাচে অ্যাস্টন ভিলার মাঠ ভিল্লা পার্কে ২-০ গোলে জিতেছে চেলসি। লিগে ভালো শুরু করেনি ব্লুজরাও। চ্যাম্পিয়ন্স লিগে বাজে শুরুর পর চাকরি গেছে টমাস টুখেলের। গ্রাহাম পটার দায়িত্ব নিয়ে দলটিকে সেরা চারে ঢুকিয়েছেন।

জোড়া গোল করে দলকে জিতিয়েছেন মাউন্ট। ছবি: এএফপি

রোববারের ম্যাচে ব্লুজরা ম্যাসন মাউন্টের জোড়া গোলে জিতেছে। ম্যাচের ৬ মিনিটে ইংলিশ এই তরুণ মিডফিল্ডার গোল করেন। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে গোল করে তিনি দলের জয় নিশ্চিত করেন। সঙ্গে ম্যানইউ-এর সমান ম্যাচ খেলে তিন পয়েন্টে এগিয়ে থেকে সেরা চারে জায়গা পোক্ত করেছেন। তাদের লড়াই এখন টটেনহ্যামের সঙ্গে তৃতীয় স্থান দখলের।

লিগে নিউক্যাসল চলতি মৌসুমে ভালো খেলছে। তাদের পয়েন্ট ১০ ম্যাচে ১৫। মৌসুমে এক ম্যাচ হারা দলটি টেবিলে আছে ছয়ে। ইংলিশ লিগের টেবিলে সেরা দুইয়ে থাকা আর্সেনালের এবং ম্যানসিটির লড়াইটাও বেশ জমে উঠেছে। গানাররা লিগ টেবিলে শীর্ষে আছে। মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছে পেপ গার্দিওয়ালার ম্যানসিটি।