ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

ঘর পোড়া বার্সা রিয়ালের মাঠে দগ্ধ

ঘর পোড়া বার্সা রিয়ালের মাঠে দগ্ধ

বার্সার বিপক্ষে গোল করেছেন বেনজেমা। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২ | ১০:১৩ | আপডেট: ১৬ অক্টোবর ২০২২ | ১০:২৫

ইন্টার মিলান ক্যাম্প ন্যুতে আগুন লাগিয়ে দিয়ে গেছে। সমতা করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে কাতালানদের বিদায়ের কিনারে ঠেলে দিয়েছে। ঘর পোড়া ওই বার্সা রোববার রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকোয় ৩-১ গোলে হারের আগুনে দগ্ধ হয়েছে।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদ লিগ চ্যাম্পিয়ন হলেও শিরোপায় একটু দাগ থেকে গিয়েছিল। ঘরের মাঠে জাভির বার্সেলোনার বিপক্ষে বিধ্বস্ত হয়েছিল লস ব্লাঙ্কোসরা। ফারান তোরেস এবং এমরিক অবামেয়াংয়ের আগুনে ৪-০ গোলে পুড়েছিল তারা।

চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা রিয়াল ১২ মিনিটে গোল করে প্রতিশোধ নেওয়ার যাত্রা শুরু করে। করিম বেনজেমা দারুণ এক শটে গোল করেন। তার আগে বক্সের বাইরে থেকে বল ধরে বক্সে গিয়ে গোলরক্ষকের সঙ্গে ওয়ান অন ওয়ানে শট নেন ভিনিসিয়াস জুনিয়র। তার শট বার্সা গোলরক্ষক মার্ক টের স্টেগান ফেরালেও বেনজেমার শট ফেরাতে পারেননি।

এরপর ৩৫ মিনিটে ব্যবধান ২-০ করেন ফেদে ভালভার্দে। এবারও ভিনিসিয়াস বল নিয়ে বক্সে ঢুকার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হয়ে ফারল্যান্ড মেন্ডিকে পাঠান। তিনি বক্সের বাইরে ফাঁকায় থাকা উরুগুইয়ান তারকা ভালভার্দেকে দেন। রাইট উইঙ্গে খেলা এই তরুণ জোরালো শটে বার্সা গোলরক্ষককে পরাস্থ করেন।

হারের তিক্ত স্বাদ জিভে লাগায় আক্রমণে জোর বাড়ায় বার্সা। রাফিনহার বদলি নামা ফারান তোরেস ম্যাচের ৮৩ মিনিটে গোল করে সমতায় ফেরায় আশা দেখান। কিন্তু যোগ করা সময়ে বদলি নামা রিয়ালের তরুণ উইঙ্গার রদ্রিগো গোয়েস পেনাল্টি আদায় করেন। শটও নেন তিনি। দলকে এনে দেন বড় জয়। সঙ্গে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করেন।

আরও পড়ুন

×