- খেলা
- ১৫ বছর পর পাকিস্তান যাচ্ছে যুবা টাইগাররা
১৫ বছর পর পাকিস্তান যাচ্ছে যুবা টাইগাররা

ছবি: ফাইল
একটি চার দিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে (৪৫ ওভার) খেলতে ১ নভেম্বর পাকিস্তান যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছয়টি ম্যাচই ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে হবে। ৪ নভেম্বর চার দিনের ম্যাচ দিয়ে সফর শুরু হবে। ১৮ নভেম্বর পঞ্চম ও শেষ ওয়ানডে। সোমবার সফরের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
১৫ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ যুব দল। সর্বশেষ ২০০৭ সালে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আসন্ন সফর নিয়ে পিসিবি পরিচালক জাকির খান বলেন, ‘২০২২ সাল আমাদের জন্য আন্তর্জাতিক দলগুলোকে আতিথেয়তা দেওয়ার বছর। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি আমরা।’
শুধু বাংলাদেশ নয় গত ১৫ বছরে কোন দেশ পাকিস্তানে যুব দল পাঠাইনি। এর আগে ২০১৯ সালের নভেম্বরে নারী ও ২০২০ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল পাকিস্তান সফরে গিয়েছিল।
পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ার খুলেছে। শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ দল পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়েছে। এরপর দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মতো এলিট দল পাকিস্তানে গেছে। নিউজিল্যান্ড দু’বার পাকিস্তান সফরে গিয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১৫টি ম্যাচ খেলবে। যার সূচি চূড়ান্ত। সময়টি পাকিস্তান ক্রিকেটের জন্য আসলেই সোনায় সোহাগা।
মন্তব্য করুন