রাশিয়া বিশ্বকাপের স্মৃতিটা এখনও চোখে ভাসছে ফ্রান্স কোচ দেশমের। ক্ষুরধার আক্রমণে যেভাবে প্রতিপক্ষ রক্ষণ গুঁড়িয়ে দিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। এবারও তার পুনরাবৃত্তি দেখছেন তিনি। তাই তো কাতারের কঠিন পথে তাঁকে পেয়ে গর্বিত ফরাসি কোচ, 'এমবাপ্পে অসাধারণ মানের খেলোয়াড়। এমন খেলোয়াড় খুব কম পাওয়া যায়। দলে তাকে পাওয়া আনন্দের এবং আমরা ভাগ্যবান, সে ফরাসি। রাশিয়ায় আমাদের বিশ্বকাপ জয়ের মিশনে তার গুরুত্বপর্ণ ভূমিকা ছিল এবং আমি জানি, সে কতটা লড়াইয়ের মানসিকতায় থাকে। এবারও নিশ্চিতভাবে সে ভালো করবে।'

২০ নভেম্বর থেকে কাতার বিশ্বকাপ। গ্রুপ পর্বে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের প্রতিপক্ষ ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও তিউনিসিয়া। পথটা খুব একটা কঠিন নয়। তবু সতর্ক ফ্রান্স কোচ, 'ডেনমার্ক সহজে হার মানতে চাইবে না। তারা খুবই শক্তিশালী এবং খুব আন্ডাররেটেড দল। তাদের নিয়ে মানুষ খুব একটা কথা বলতে চায় না, কিন্তু তাদের ব্যক্তিগত নৈপুণ্যনির্ভর খেলোয়াড় আছে। তাই আমাদেরও সতর্ক থাকতে হবে।'

ডেনমার্কের পাশাপাশি অস্ট্রেলিয়া ও তিউনিসিয়াকে নিয়েও ভাবছেন ফ্রান্স কোচ। যেহেতু তারা বিশ্বকাপের মতো মঞ্চে পা রেখেছে, তাই তাদের কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই বলছেন তিনি।