- খেলা
- হাসপাতাল থেকে হোটেলে ফিরলেন শান মাসুদ
হাসপাতাল থেকে হোটেলে ফিরলেন শান মাসুদ

পাকিস্তান শিবিরে স্বস্তির খবর। সুস্থ হয়ে দলে ফিরলেন শান মাসুদ। যেখানে বলটি আঘাত করেছিল সেখানে কেবলমাত্র ছোটখাটো ক্ষত এবং মাথায় ফোলাভাব রয়েছে। শান মাসুদের সমস্ত মেডিকেল স্ক্যান স্বাভাবিক রয়েছে। হোটেলে ফিরে পাকিস্তানের স্কোয়াডে যোগ দিয়েছেন শান মাসুদ।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনের সময় মোহাম্মদ নাওয়াজের নেওয়া শট তার মাথায় লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন মাসুদ। দ্রুত তার সতীর্থরা তার কাছে যান এবং সেবা-শুশ্রুষা শুরু করেন। কিছুক্ষণ পর মাসুদ মাটি থেকে উঠে দাঁড়ান। তবে মাথায় যে জায়গায় বল আঘাত করেছিল সেটি ডান হাত দিয়ে চেপে ধরে রেখেছিলেন। এরপর অনুশীলন স্থল ত্যাগ করেন তিনি।
পাকিস্তান দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মাসুদের নিউরোলজিক্যাল পরীক্ষায় সবকিছু স্বাভাবিক এসেছে। সিটি স্ক্যানে দেখা যায় বল কেবল তার মাথার ওপরের অংশ আঘাত করেছে। সে জায়গাটি একটু ফুলে আছে। এছাড়া আর কোনো সমস্যা ধরা পড়েনি। আগামীকাল আবার তার টেস্ট করানো হবে। রিপোর্ট স্বাভাবিক হলে আবার অনুশীলনে অংশ নিবেন তিনি।
রোববার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে পাকিস্তানের।
মন্তব্য করুন