টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভপর্বে প্রথম ম্যাচেই মুখোমুখি অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অজি দলপতি অ্যারন ফিঞ্চ। তাসমান সাগর পারের দুই প্রতিবেশির লড়াইটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর একটায়।

পরিসংখ্যানে নিউজিল্যান্ড অনেকটাই পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়ার থেকে। এখন পর্যন্ত এই ফরম্যাটে দুই দল মুখোমুখি হয়েছে ১৫ বার। অস্ট্রেলিয়ার ১০ জয়ের বিপরীতে কিউইদের জয় ৫টি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দুটি ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। দুই দলেরই জয় একটি করে। ২০১৬ বিশ্বকাপে জিতেছিল নিউজিল্যান্ড, ২০২১ বিশ্বকাপে অস্ট্রেলিয়া।

কিইউদের একাদশে জায়গা পাননি মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, মিচেল ও ব্রেসওয়েল। অন্যদিকে অস্ট্রেলিয়ার একাদশে জায়গা পাননি স্টিভেন স্মিথ, রিচার্ডসন, অ্যাস্টন অ্যাগার ও ক্যামেরন গ্রিন।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, লুকি ফার্গুসন।