পাকিস্তানে গিয়ে ভারত খেলবে কি না সেটা নিয়ে এবার মুখ খুললেন রোহিত শর্মা। গত মঙ্গলবার ভারতীয় দলকে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না যাওয়ার কথা বলেন বিসিসিআই সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহ। তার মন্তব্যের পর থেকে ক্ষোভে ফুঁসছে পাকিস্তান। এমনটি হলে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ থেকেও নাম প্রত্যাহারের হুমকি দিয়েছে পাকিস্তান। 

তবে বোর্ডের এমন সিদ্ধান্তের বিষয়ে রোহিতের ভাবনা কি? এই বিষয়ে তার কাছে প্রশ্ন রাখা হলে ভারত অধিনায়ক জবাব দিয়েছেন কূটনৈতিক ভাষায়। বিষয়টি বোর্ডের টেবিলে ঠেলে দিয়ে রোহিত জানান, 'আমার মনোযোগ টি–টোয়েন্টি বিশ্বকাপে। কারণ, এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে কী ঘটবে, তা নিয়ে আমরা চিন্তা করছি না। এ নিয়ে আমার ভাবাভাবির কিছু নাই। সিদ্ধান্ত নেবে বিসিসিআই। আমরা শুধু আগামীকালের ম্যাচ নিয়ে ভাবছি।'

ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার পর জয় শাহ বলেছিলেন, 'আমরা পাকিস্তানে খেলতে যাব না। এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানে দল যাবে কিনা সেই সিদ্ধান্ত সরকার নেয়। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।'

আগামীকাল রোহিতরা বাবরদের মুখোমুখি হবেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। তিন মাসেরও কম সময়ে এটি ভারত–পাকিস্তানের তৃতীয় দেখা। এশিয়া কাপের প্রথম রাউন্ড ও সুপার ফোরে মুখোমুখি হয়েছিল দুই দল। গ্রুপ পর্বের ম্যাচটিতে ভারত জিতেছিল ৫ উইকেটে, সুপার ফোরে একই ব্যবধানে জিতেছিল পাকিস্তান।